সৌমিত্র ঘোষ, বেলুড়
বেলুড়ের ভোটবাগানে তরুণীর উপরে অ্যাসিড হামলার ঘটনার সাত দিন পর আক্রান্ত তরুণীর নিজের বোনকেই গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আফরিন খাতুন (২১)।
পুলিশের তদন্তে উঠে এসেছে, পরিবারে দুই বোনের মধ্যে চলা ঈর্ষার কারণেই ঘুমন্ত দিদির মুখে অ্যাসিড ছড়িয়ে দিয়ে বাইরে থেকে কেউ ওই কাজ করেছিল বলে রটিয়ে দেয় অভিযুক্ত তরুণী।গত ২১ অগস্ট গভীর রাতে বেলুড়ের ভোটবাগানের জয়াবিবি রোডের জালিগেট এয়াকায় আব্দুল জব্বারের বাড়িতে তাঁর বড় মেয়ে নাসরিন খাতুন ও ছোটমেয়ে তাজমুন খাতুন জখম হন। অভিযোগ ওঠে, পরিবারের মহিলা সদস্যরা যখন একটি ঘরে রাতে ঘুমিয়েছিলেন, সে সময় ঘরের ঘুলঘুলি দিয়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে পালায়। ছোট বোন তাজমুনের আঘাত কম থাকায় তাঁকে প্রাথমিক শুশ্রুষার পর ছেড়ে দেওয়া হলেও নাসরিনের এখনও চিকিৎসা চলছে কলকাতার একটি হাসপাতালে।

Acid Attack: তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ হাওড়ায়, অধরা অভিযুক্ত
পরিবারের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বেলুড় থানার পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ওই বাড়িতে এসে তদন্ত চালান। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের সকলকে একে একে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে আক্রান্ত তরুণীর মেজ বোন আফরিন খাতুন।

দুই বোনের মধ্যে পারিবারিক বিবাদ ও রেষারেষিই এই অপরাধ ঘটানোর মূলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নানা কারণে দুই বোনের মধ্যে ঝগড়া মারামারি লেগেই থাকত বলে পরিবার সূত্রেই জানা গিয়েছে। তবে তার জন্য নিজের দিদির উপরে অ্যাসিড হামলার ঘটনা অভাবনীয় মানছেন পোড় খাওয়া পুলিশ আধিকারিকরাও।

ঘটনার পিছনে আর কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। একই ব্যক্তির সঙ্গে দুই বোনের প্রেমের সম্পর্ক ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version