২৭ অগস্ট নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। এই অভিযানে জাতীয় পতাকা হাতে গেরুয়া পাঞ্জাবি-লুঙ্গি পরা এক ভদ্রলোককে দেখা গিয়েছিল, যিনি এই মুহূর্তে কার্যত ভাইরাল সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ক্রল ডাউন করলেই স্ক্রিনে উঠে আসছে তাঁর ভিডিয়ো। কোথাও হাত ঘুরিয়ে অঙ্গভঙ্গি তো কোথায় জলকামান থেকে ধেয়ে আসা জলস্রোতের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে তাকে। মঙ্গলবার অর্থাৎ ২৭ অগস্টের এই নবান্ন অভিযান থেকে ভাইরাল এই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাধু পোশাক নির্বাচনের কারণে কেউ তাঁকে বলছেন তারানাথ তান্ত্রিক তো কেউ বলছেন ঢোঙি বাবা। তাঁর আসল পরিচয়ের সন্ধানেই বেরিয়েছিল এই সময় অনলাইন। জানা গেল, উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলের বাসিন্দা তিনি। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। স্থায়ী চাকরির পাশাপাশি পেশাদার ফটোগ্রাফার, এমনকী শিক্ষক হিসেবেও কাজ করেছেন বলে জানা গিয়েছে। নবান্ন অভিযানে ভাইরাল হওয়া বলরামবাবুর রয়েছে একাধিক ভূমিকা। পরিবার থাকলেও তাদের থেকে আলাদা এখন বলরামবাবুর নিভৃতবাস। ৫৭ বছরের এই প্রৌঢ় থাকেন কলকাতার ৪৯-বি শ্যামবাজার স্ট্রিটের বাড়িতে। আরও বিস্তারিত তথ্য রইল এই ভিডিয়োতে।