জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই মহারণ। তারপরেই নির্ধারিত হয়ে যাবে ডুরান্ড কাপ ফাইনালে (Durand Cup Final) শেষ হাসি কে হাসবে! শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) মহাযুদ্ধে মুখোমুখি গতবারের চ্য়াম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও প্রথমবারের ফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। মরসুমের প্রথম ট্রফি ও ব্য়াক-টু-ব্য়াক ডুরান্ড কাপ জয়ের হাতছানি হোসে মোলিনার দলের সামনে। অন্য়দিকে প্রথমবার ট্রফির স্বপ্নে বিভোর নর্থ ইস্টও।

আরও পড়ুন: ‘আসলে টাকা…! কোথায় যাচ্ছেন রোহিত? ভারতীয় দলের তারকাই দিলেন বিগ ব্রেকিং

বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে, হাঁটুতে চোট পেয়ে ২৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। সকল বাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, ফাইনালে কি তাঁদের প্রিয় অধিনায়ককে দেখা যাবে? শুক্রবার প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে মোলিনা সব জল্পনার অবসান ঘটালেন। তিনি সাফ জানিয়ে দিলেন যে, নর্থ ইস্টের বিরুদ্ধে তৈরি রক্ষণের ভরসামান নাম। চোটের কারণে জেমি ম্যাকলারেন, ধীরজ সিং, আশিক কুরুনিয়ান খেলবেন না ঠিকই। তবে শুভাশিসের নামা একপ্রকার নিশ্চিত। 

ডুরান্ডে দুরন্ত ফর্মে রয়েছেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। এদিন তাঁর প্রশংসা করতে ভোলেননি বাগান কোচ। বিশাল জাতীয় দলে এখনও ব্রাত্য়, সেই কথাও মোলিনার বুকে বাঁধছে। তিনি বলেন, ‘বিশাল দুর্দান্ত গোলকিপার। ওকে নিয়ে আমরা সবাই খুশি। দেখুন আমি ভারতীয় দলের কোচ নই। যিনি দায়িত্বে, খেলানোর সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। তবে মানোলো মার্কেজ়কে আমি সমীহ করি। যা সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই ভেবেচিন্তেই তিনি নিয়েছেন। বিশাল আমাদের টিমকে সাহায্য করছে এতেই আমি খুশি। সত্য়ি বলতে বিশালের বদলে আমি অন্য কোনও গোলকিপারকে নেওয়ার কথা ভাবতেই পারি না।’ মোলিনা জানেন যে, নর্থইস্টে রয়েছেন আলেদ্দিন আজরাই, হামজা রেগ্রাগুইয়ের দুর্দান্ত সব ফুটবলাররা। তবুও তিনি ব্য়ক্তি নয়, পুরো নর্থ ইস্ট দলকে নিয়েই ভাবছেন। তবে জেতার ব্য়াপারে আশাবাদী কোচ বলেছেন যুবভারতীতে ঘরের সমর্থনই হবে তাঁর বিরাট পাওনা।

নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্রো জানিয়েছেন যে, ফাইনালে তাঁদের কিছু হারানোর নেই। তাঁরা মাঠে নামবেন আনন্দ করতে। কলকাতার ফুটবল উন্মাদনা তিনি উপভোগ করেন বলেও জানিয়েছেন। মোহনবাগানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা জিততে এসেছি, জিতব। প্রতিপক্ষ ১২ গোল দিলে আমরা ১৩ নম্বর গোল বাঁচানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাব।’ জানা যাচ্ছে ফাইনালে নাকি মাঠে থাকতে পারেন নর্থইস্টের কর্ণধার জন আব্রাহাম। আইএসএলে যিনি নিয়মিত গ্য়ালারিতে থাকেন প্রিয় দলকে তাতাতে। ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা এখনই বলে দেওয়া যায়।

আরও পড়ুন: জয়ের জায়গায় এই দুঁদে আইনজীবী! বাবা ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী, রইল বায়োডেটা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version