আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকেই কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি প্রত্যাহার না করলেও অবশেষে টেলি মেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হল।আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাধারণ রোগীদের জন্য টেলি মেডিসিন পরিষেবা চালু করছেন শনিবার থেকে। তার জন্য রোগীদের যোগাযোগ করতে হবে ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯ হোয়াটসঅ্যাপ নম্বরে। এই নম্বরগুলিতে যোগাযোগ করে ডাক্তারদের থেকে টেলি মেডিসিন পরিষেবা পাওয়া যাবে।

তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, এখনই তাঁরা কর্মবিরতি তুলছেন না। জুনিয়র ডাক্তারদের দাবি, তাঁদের ৫ দফা দাবি এখনও পূরণ হয়নি। তাই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে। তবে শনিবার সকাল থেকে টেলি মেডিসিন পরিষবা চালু করা হচ্ছে। পাশাপাশি, চালু করা হচ্ছে অভয়া ক্লিনিক। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরজি করের সেমিনার হলে কারা? ছবি দেখিয়ে প্রমাণ লোপাটের তত্ত্ব খারিজ পুলিশের
এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় অবিচারের অন্ধকারে ডুবে রয়েছি। আগামী ৫ তারিখ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। সুবিচারের আশায় আগামী ৪ তারিখ বিচার পেতে ‘আলোর পথে’ কর্মসূচি পালন করার ডাক দিচ্ছেন তাঁরা। ওই দিন রাত ৯টা থেকে ১০টা অবধি ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে বের হওয়ার কথা বলা হয়েছে। নাগরিকদের মানব বন্ধন কর্মসূচি পালন করার অনুরোধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version