দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ, বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র, শনি ও রবিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। আগামীকাল শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ, বৃহষ্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আগামীকাল শুক্রবার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুর জেলায়।
কলকাতায় কেমন আবহাওয়া?
বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গতকাল রাতের তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ১.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।