এই সময়: রাজ্যের ২৩টি মেডিক্যাল কলেজ ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের মতো পাঁচটি ইনস্টিটিউটে নিরাপত্তা পরিকাঠামো গড়তে প্রথম দফায় ৪০ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন। এই টাকায় মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে প্রায় ৭ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো, ডাক্তার-নার্সদের রেস্ট রুমের ব্যবস্থা ও হাজার দুয়েক নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে বলে খবর। আরজি করের ঘটনার জেরেই এই পদক্ষেপ।সুরক্ষা-পরিকাঠামোর স্বার্থে কী প্রয়োজন, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরে প্রস্তাব পেশ করেছে এই ২৮টি প্রতিষ্ঠান। রিপোর্টে কিছু ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষেত্রগুলি হলো — সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নিরাপত্তারক্ষী, চিকিৎসকদের নিরাপদে বিশ্রামের ব্যবস্থা, পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়।

সেখানেই হাজার সাতেক সিসিটিভি বসানোর প্রস্তাব দেওয়া হয়। সবচেয়ে বেশি সিসিটিভি বসানোর প্রস্তাব দেয় বাঁকুড়া মেডিক্যাল, এনআরএস, এসএসকেএম, মুর্শিদাবাদ মেডিক্যাল, আরামবাগ মেডিক্যাল ও আরও কিছু হাসপাতাল। এ ব্যাপারে ২৮টি প্রতিষ্ঠানকে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

Kolkata Police: হাসপাতালের সুরক্ষা: গুচ্ছ ব্যবস্থার সিদ্ধান্ত

এমনিতেই নজরদারি জোরালো করতে হাই রেজ়োলিউশন ক্যামেরা যুক্ত সিসিটিভি ইনস্টল করার সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রতিটি হাসপাতালে ‘ডার্ক স্পট’ চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। বিশেষত হস্টেল এবং নার্সদের কোয়ার্টারের সামনে নানা দিক থেকে সিসিটিভি ক্যামেরা বসানোয় জোর দেওয়া হয়েছে। ১০৫টি ‘হাই মাস্ট’ আলোর ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিল আটটি মেডিক্যাল কলেজ হাসপাতাল। পূর্ত দপ্তরকে বলে সে কাজও শুরু হচ্ছে।

চিকিৎসক ও নার্সদের বিশ্রামের জন্য ৯২৮টি বিশ্রাম কক্ষ তৈরির প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানগুলি। এখনই সমস্ত চিকিৎসক ও নার্সের জন্য তা তৈরির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। চাওয়া হয়েছিল ২,৭৯৭ জন অতিরিক্ত নিরাপত্তারক্ষীও। আপাতত ২ হাজার রক্ষী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পরে সেই সংখ্যা বাড়ানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version