সেখানেই হাজার সাতেক সিসিটিভি বসানোর প্রস্তাব দেওয়া হয়। সবচেয়ে বেশি সিসিটিভি বসানোর প্রস্তাব দেয় বাঁকুড়া মেডিক্যাল, এনআরএস, এসএসকেএম, মুর্শিদাবাদ মেডিক্যাল, আরামবাগ মেডিক্যাল ও আরও কিছু হাসপাতাল। এ ব্যাপারে ২৮টি প্রতিষ্ঠানকে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
এমনিতেই নজরদারি জোরালো করতে হাই রেজ়োলিউশন ক্যামেরা যুক্ত সিসিটিভি ইনস্টল করার সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রতিটি হাসপাতালে ‘ডার্ক স্পট’ চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। বিশেষত হস্টেল এবং নার্সদের কোয়ার্টারের সামনে নানা দিক থেকে সিসিটিভি ক্যামেরা বসানোয় জোর দেওয়া হয়েছে। ১০৫টি ‘হাই মাস্ট’ আলোর ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিল আটটি মেডিক্যাল কলেজ হাসপাতাল। পূর্ত দপ্তরকে বলে সে কাজও শুরু হচ্ছে।
চিকিৎসক ও নার্সদের বিশ্রামের জন্য ৯২৮টি বিশ্রাম কক্ষ তৈরির প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানগুলি। এখনই সমস্ত চিকিৎসক ও নার্সের জন্য তা তৈরির প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। চাওয়া হয়েছিল ২,৭৯৭ জন অতিরিক্ত নিরাপত্তারক্ষীও। আপাতত ২ হাজার রক্ষী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পরে সেই সংখ্যা বাড়ানো হবে।