ভ্রমণ পিপাসুদের উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানার মধ্যে অন্যতম হলো দিঘা। সারা বছরই দিঘার সৈকতে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। অধিকাংশ মানুষরাই বাস বা ট্রেনে দিঘা বেড়াতে যান। সড়ক পথে দিঘা যেতে সময় লাগে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। তবে হেলিকপ্টারে দিঘায় যেতে সময় লাগে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। এ বার পুজো থেকেই ফের চালু হতে পারে এই পরিষেবা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে দিঘা। বেড়েছে মানুষের আকর্ষণও। হেলিকপ্টার পরিষেবা চালু হলে দিঘায় আরও বেশি পর্যটক সমাগম হবে বলে মনে করছেন এগরার বিধায়ক। কবে থেকে এই পরিষেবা চালু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে হেলিকপ্টারে দিঘা যাওয়ার অপেক্ষাতেই দিন গুণছেন অনেকেই। কী বলছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।