জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়াদের দাবি মেনে অবশেষে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন বর্ধমান হাসপাতালের সুপার চিকিৎসক তাপস ঘোষ। তাঁর পদত্যাগের চিঠি ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিলকে ই-মেল করে পাঠালেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমি বন্দ্যোপাধ্যায়।।‘এক ব্যক্তি, এক পদ’, এই দাবি তুলে বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। তাঁদের প্রশ্ন, সহ-অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স কেন দুটি পদ একই ব্যক্তি সামলাচ্ছেন? জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়েন অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ও। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ডিন পদ থেকে তাপসকে অপসারণ না-করা পর্যন্ত আন্দোলন চলবে। এরপরেই রাতে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন হাসপাতাল সুপার তাপস ঘোষ। যদিও ডিন অফ স্টুডেন্টস্ অ্যাফেয়ার্স পদ থেকে পদত্যাগের বিষয় নিয়ে কিছু মন্তব্য করতে চাননি বর্ধমান হাসপাতালের সুপার তাপস ঘোষ।

একই ব্যক্তি দুটি পদে থাকার অভিযোগের পাশাপাশি বর্ধমান মেডিক্যালে নম্বর দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ তোলেন পড়ুয়ারা। বুধবার সকাল থেকেই দফায় দফায় জুনিয়র ডাক্তার ও মেডিক্যাল পড়ুয়াদের একাংশ ডিন এবং অধ্যক্ষকে ঘেরাও করেন। অবশেষে পড়ুয়াদের দাবির কাছে নতি স্বীকার করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন চিকিৎসক তাপস ঘোষ। পাশাপাশি, ছাত্রদের দাবি মতো বেশ কিছু পড়ুয়া, ইন্টার্ন, জুনিয়র রেসিডেন্ট ও সিনিয়ার রেসিডেন্টকে হস্টেল ও কলেজে ঢোকা নিষিদ্ধ করল কলেজ কতৃপক্ষ।

বর্ধমান মেডিক্যাল কলেজের ‘ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স’ পদ থেকে​ তাপস ঘোষের অপসারণ চেয়ে বিক্ষোভ
বর্ধমান মেডিক্যাল কলেজে এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে’র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনের পড়ুয়ারা। জুনিয়র ডাক্তারের দাবি, মেডিক্যাল কলেজে অভীক দে, বিশাল সরকারেরা যে অন্যায় চালিয়ে আছেন দীর্ঘদিন ধরে তার দায় তাপসবাবুর উপরেও বর্তায়। এমনকী, তাঁরা পছন্দের পড়ুয়াদের পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version