জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষার মধ্যেই শীতের খবর চলে এল| তবে শীতের সকালে লেপে ছেড়ে বেরিয়ে এই শহরের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ের আপডেট| পূর্ব ভারতের সবচেয়ে বড় অংশগ্রহণমূলক ক্রীড়া উদযাপন এবার ধরা দিচ্ছে একেবারে নতুন অবতারে| ‘টাটা স্টিল ২৫কে কলকাতা’ দৌড় এখন ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ (The Tata Steel World 25K Kolkata)।

আরও পড়ুন:  Sourav Ganguly: আরজি কর কাণ্ডে কুরুচিকর আক্রমণ! ইউটিউবারের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ সৌরভ…

বিশ্বের আঙ্গিকে এই দৌড় চলে গেল ধারাবাহিক ভাবে বিগত ১০ বছরে দৌড়ের ‘লেভেল’ বদলে| ২০১৪ সালের ডিসেম্বরের এক শীতের সকালে কলকাতায় শুরু হওয়া এই দৌড় ব্রোঞ্জ থেকে সিলভার হয়ে এখন গোল্ড লেভেল দৌড়| আর এই মান্যতা দেয় বিশ্ব অ্যাথলেটিক্স| আগামী ১৫ ডিসেম্বর টাটা স্টিল আয়োজন করবে বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস|  ২৫ কে ক্যাটেগরিতে যা বিশ্বে প্রথমবার! ২৫কে ক্যাটেগরিতে এই দৌড় কিন্তু বিশ্বের ধনীতম| ভারতীয় মুদ্রায় মোট পুরস্কারমূল্য ১, ১৮, ৯৮, ৯০৩.১৭ টাকা| যার মানে দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি টাকা!

বুধবার বিকালে ডালহৌসির ধারের এক পাঁচতারা হোটেলে এই ঘোষণা হয়ে গেল| ২৫কে-র নতুন লোগো উন্মোচন ও বিশেষ ঘোষণার দিনে উপস্থিত ছিলেন টাটা স্টিলের শীর্ষকর্তাদের সঙ্গেই টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়| গতবছর থেকেই এই দৌড়ের প্রচারমুখ হিসেবে রয়েছেন কৌশানী| তিনি বললেন, ‘আমি প্রচণ্ড ফিটনেস ফ্রিক| জিমে নিয়মিত যেতে না পারলেও, দৌড়টা বাদ যায় না| আমি নিয়মিত দৌড়াই| সকালে খালি পেটে দৌড়াই আমি| বলতে পারেন এটা আমার ট্রান্সফর্মেশনের রাস্তা|’

২৫কে, ওপেন ১০কে, আনন্দ দৌড় (প্রায় ৪.৫ কিমি),  প্রবীণ নাগরিকদের দৌড় ও বিশেষ ভাবে সক্ষমদের দৌড় নিয়ে মোট পাঁচটি ক্যাটেগরিতে দৌড়ের ইভেন্টগুলি রাখা হয়েছে| ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ২২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে নীচের লিংকে ক্লিক করে|

https://tatasteelworld25k.procam.in/

আরও পড়ুন:  Salvatore Schillaci dies: ৯০ বিশ্বকাপের সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা! প্রয়াত সালভাতোর স্কিলাচ্চি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version