টেলিগ্রামে আলাপ করে প্রতারণার ফাঁদ। এক প্রবীণের থেকে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশের সাইবার সেলের তদন্তকারীরা। ওই প্রবীণের পাশাপাশি আরও অনেককেই প্রতারণার ফাঁদে ফেলেছেন তাঁরা, অভিযোগ এমনটাই।চলতি বছর অগস্ট মাসে হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে প্রতারণার অভিযোগ দায়ের করেন এক প্রবীণ। তিনি পুলিশকে জানান, টেলিগ্রামে এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয় যিনি নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই ব্যক্তি তাঁকে বিনিয়োগের নানান লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন। অভিযোগকারী প্রবীণ ধীরে ধীরে ওই নেটিজেনের উপর বিশ্বাস করতে শুরু করে। অল্প দিনে টাকা কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার লোভ দেখানোয় প্রবীণ টেলিগ্রামে আলাপ হওয়া নেটিজেনকে কয়েক দফায় ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা দেন।

কিছুদিন পরে অবশ্য তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি। এরপর গত ২০ অগস্ট হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রবীণ। তদন্তে নামে পুলিশ।

‘প্রতারণার ফাঁদে পা দেবেন না, টাকা চাওয়া হয়নি’, সতর্কবার্তা জুনিয়র ডাক্তারদের

বাগুইহাটির গোপন ডেরায় হানা দিয়ে দু’জনকে গ্রেপ্তারও করেন তদন্তকারীরা। ধৃতরা হল জয় হেলা ও সৌরভ বোহানিয়া। তাদের কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা, ১৯টি চেক বই, ৯ টি মোবাইল, একটি রাউটার, ৯টি নকল স্ট্যাম্প, ১১ টি সাদা স্ট্যাম্প পেপার, ৩৮ টি ডেবিট কার্ড,১টি ডেবিট ক্রেডিট সোয়াইপ মেশিন, ৬টি বিভিন্ন কোম্পানির নেম প্লেট উদ্ধার হয়েছে। হাওড়া সিটি পুলিশের সাইবার সেলের এসিপি মৌমিতা দাস ঘোষ বলেন, ‘এই চক্র মূলত প্রবীণদের টার্গেট করত। সামাজিক মাধ্যমে তাদের আর্থিকভাবে নানা লাভজনক প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদ পাতত। ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’ পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version