আরজি কর কাণ্ড ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ৪৩ দিন শেষে ফের কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। ধর্না প্রত্যাহার করলেও এখনই আন্দোলনে ইতি টানছেন না। জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতিশ্রুতি পূরণ না হওয়া অবধি আন্দোলনের পথ ছাড়ার কোনও প্রশ্নই নেই। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে আন্দোলনে নামেন চিকিৎসকেরা। পাঁচ দফা দাবি পূরণে গত ১০ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে চলে ধর্নায়। সেই দাবি আংশিক পূরণ ও কিছু প্রশাসনিক প্রতিশ্রুতির পর জরুরি পরিষেবায় ফিরছেন চিকিৎসকেরা। শুক্রবার বিকেলে সিজিও কমপ্লেক্সে ৮০ বছরের বৃদ্ধা এক চিকিৎসকদের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে তাদের হাতে তুলে দেন এক তোড়া গোলাপ। কেষ্টপুরের বাসিন্দা গৌরী রায়ের এই সৌজন্যে আপ্লুত চিকিৎসকরা। ‘দিদা’র পায়ে হাত দিয়ে আর্শীবাদও চেয়ে নেন আন্দোলনকারীরা। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।