শিলিগুড়িতে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এএসআই-কে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়িতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। ধৃতের নাম অমর বীর। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে খবর, গত জুলাই মাসে মাটিগাড়ার বাসিন্দা এক মহিলা ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, অমর বীর তাঁকে হুমকি দিয়ে ধর্ষণ করেছে। জুলাই মাসে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত এএসআই আদালতে আগাম জামিনের আবেদন করে। যদিও আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শুক্রবার মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং শনিবার তাঁকে আদালতে তোলা হয়েছে। তাঁকে হেফাজতে চাইতে পারে পুলিশ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘এক মহিলার অভিযোগের ভিত্তিতে এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই মাস আগে অভিযোগ দায়ের করা হয়েছিল।’