এই সময়, ঘাটাল: বন্যাকবলিত ঘাটালে জমে থাকা জলে পাল্টি খেয়ে ডুবে গেল নৌকো। হাবুডুবু খেতে থাকেন যাত্রীরা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের থানাগড়া এলাকায়। নৌকোটি বন্যাকবলিত মনশুকা থেকে লোকজনকে নিয়ে ঘাটাল শহরে আসছিল।কিডনি রোগী তপন পালের ডায়ালিসিস করানোর জন্য মনশুকা থেকে তাঁকে নিয়ে নৌকোয় চেপেছিলেন স্ত্রী রেবতী। তিনি বলেন, ‘ঘাটাল শহরে ডাঙায় নৌকো লাগানোর কিছুটা আগে থানার কাছাকাছি এলাকায় প্রবল স্রোতে নৌকো টলমল করতে থাকে। এর পরে পাল্টি খেয়ে যায়। সবাই জলে পড়ে যাই। চিৎকার শুনে স্থানীয়রা জলে ঝাঁপিয়ে আমাদের উদ্ধার করেন।’

তিনি বলেন, ‘জলে পড়তেই আমাদের ব্যাগ, মোবাইল, টাকা সব কোন দিকে ভেসে চলে গিয়েছে। অসুস্থ স্বামীকে নিয়ে বেঁচে ফেরেছি এটাই বড় কথা।’
Flood In Ghatal: মন্ত্রী, সাংসদের হাত থেকে ত্রাণ নিতে কাড়াকাড়ি ঘাটালে
নৌকোর আরও এক যাত্রী পার্বতী সিং বলেন, ‘নৌকোয় প্রায় ত্রিশ জন ছিলাম। তার মধ্যে রোগীও ছিল। জলের স্রোতে কী হলো, কিছুই বুঝতে পারিনি। হঠাৎ নৌকোটা টলমল করতে করতে উল্টে গেল। সবাই জলে পড়ে গেলাম। জল বেশি না থাকলেও প্রবল স্রোত ছিল।’

প্রশাসন সূত্রে খবর, একটি নৌকো উল্টে বিপত্তি ঘটে। খোঁজ পাওয়ার পরেই সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা যান। তাঁর আগেই স্থানীয় মানুষজন সকলকে উদ্ধার করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version