মহালয়া, পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। আশ্বিন মাসে অমাবস্যা তিথিতে পিতৃপূরুষের উদ্দেশে জলদান করেন তাঁদের উত্তরাধিকারেরা। কিন্তু এই উত্তরাধিকারের তালিকায় শুধু পুরুষেরাই বিশেষ ভাবে সমাদৃত। এভারেস্ট থেকে মহাকাশ সর্বত্রই মেয়েদের অবাধ পদচারণা হলেও পিতৃপুরুষকে জলদানের ক্ষেত্রে প্রথম সারিতে ২০২৪-এও সংখ্যালঘু মহিলারা। কিন্তু তা কেন? মহিলাদের কি তর্পণের অধিকার নেই? সেই তথ্য সন্ধানেই বিশেষজ্ঞদের দ্বারস্থ এই সময় অনলাইন। বেদ থেকে হিন্দু শাস্ত্রের তথ্য তুলে ধরে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করলেন মহিলাদের তর্পণের অধিকার প্রসঙ্গ। আসুন শুনে নিই এই ব্যাপারে কী বলছেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অধ্যাপিকা ও মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং ডঃ জয়ন্ত কুশারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version