জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে শুক্রবার রাতে উদ্ধার করা হয় এক নবকিকার দেহ। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পাশাপশি, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। ঘটনায় রণক্ষেত্রের পরিস্থিতি নেয় গোটা এলাকা।
ঘটনার পরিপ্রেক্ষিতে দেব শনিবার জানান, আমাদের দেশের আইন আছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভাল। কিন্তু তা-ও আমারা মা-বোনেদের বাঁচাতে পারছি না! দেব বলেন, ‘তাই আমি মনে করি, এমন আইন আনতে হবে যাতে এই মানসিকতার মানুষদের মনে ভয় তৈরি হয়। এদের পিছনে সাধারণ মানুষের দেওয়া করের টাকা খরচ না করে এমন শাস্তি দিতে হবে যাতে অন্যদের মনে ভয় থাকে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
শনিবার নিজের ছবির প্রচারে বারুইপুরে আসেন দেব। সঙ্গে ছিলেন পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়। মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘টেক্কা’। এই ছবির প্রচারেই শনিবার বারুইপুর শো হাউসে আসেন তিনি। টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করতেও দেখা যায় তাঁকে। সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন দেব।