জয়নগরে নাবালিকা হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ধর্ষণের বিরুদ্ধে কঠোরতম আইন আনার ব্যাপারে ফের সওয়াল করলেন তিনি।দেব শনিবার বলেন, ‘ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। ওদের এমন একটা ভয় কাজ করা উচিত যাতে, এই ঘটনা কেউ করার কথা না ভাবে।’ এরপরেই তাঁর সংযোজন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এই কথা বলতে পারি না। কাউকে গুলি করার কথা বলতে পারি না। তবে, এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এটাকে আটকানো যায়।’

জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে শুক্রবার রাতে উদ্ধার করা হয় এক নবকিকার দেহ। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পাশাপশি, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। ঘটনায় রণক্ষেত্রের পরিস্থিতি নেয় গোটা এলাকা।

Dev On Tekka Poster Controversy: পোস্টার বিতর্ক প্রসঙ্গে কী মুখ খুললেন দেব, সৃজিত এবং স্বস্তিকা

ঘটনার পরিপ্রেক্ষিতে দেব শনিবার জানান, আমাদের দেশের আইন আছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভাল। কিন্তু তা-ও আমারা মা-বোনেদের বাঁচাতে পারছি না! দেব বলেন, ‘তাই আমি মনে করি, এমন আইন আনতে হবে যাতে এই মানসিকতার মানুষদের মনে ভয় তৈরি হয়। এদের পিছনে সাধারণ মানুষের দেওয়া করের টাকা খরচ না করে এমন শাস্তি দিতে হবে যাতে অন্যদের মনে ভয় থাকে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

‘শিরায় শিরায় গরম রক্ত…’ সবাইকে ‘টেক্কা’ দিয়ে দেব-এর বড় ভক্ত স্বস্তিকা?
শনিবার নিজের ছবির প্রচারে বারুইপুরে আসেন দেব। সঙ্গে ছিলেন পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়। মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘টেক্কা’। এই ছবির প্রচারেই শনিবার বারুইপুর শো হাউসে আসেন তিনি। টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করতেও দেখা যায় তাঁকে। সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন দেব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version