বিশ্বজিৎ মিত্র: পুজোর আগে শোকের ছায়া পরিবারে, শোকের ছায়া গ্রামে, এলাকায়। বাজ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের, আহত হলেন এক গৃহবধূ। মাছ ধরতে গিয়েই বাজে পড়ে মৃত্যু হল বৃদ্ধের। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাট থানা এলাকার হবিবপুর-দুর্গাপুর এলাকায়। মৃতের নাম দেবেন বিশ্বাস। বয়স ৮৪ বছর। যথেষ্টই বয়স। তা বলে, কোনও মৃত্যুকেই মেনে নেওয়া যায় না। যে কোনও মৃত্যুই অকালমৃত্যু। ওই বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় রাণাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: Extremely Severe Cyclone: এবার ধেয়ে আসছে ভয়ংকর তীব্র এক ঘূর্ণিঝড়! সাগরের বুকে ঢেউয়ের পাহাড়, পরবর্তী ৪৮ ঘণ্টা…

জানা গিয়েছে, প্রায় প্রতিদিন দুর্গাপুর এলাকার একটি বিলে মাছ ধরতে যেতেন বৃদ্ধ দেবেন বিশ্বাস। এদিনও স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানেই গিয়েছিলেন মাছ ধরতে। এমন সময়ে হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় হঠাৎ দেবেনবাবুর উপরে বাজ পড়ে। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসেন রাণাঘাট মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসক জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।

অন্য দিকে, বাজ পড়ে আহত হয়েছেন এক গৃহবধূও। আনুলিয়ার পুলিননগরে তাঁর বাড়ি। দুর্যোগের সময় বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ তাঁর সামনে বাজ পড়লে অচৈতন্য হয়ে যান তিনি। তাঁকেও তড়িঘড়ি নিয়ে আসা হয় রাণাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুন: Gaza: মসজিদে ভয়ংকর বিমান হামলা! মৃত্যু এখনই ১৮, আর কত?

দিনপাঁচেক আগে ক্যানিংয়ের জীবনতলায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল দুই মৎস্যজীবী-সহ তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছিল ক্যানিং জীবনতলা থানার মৌখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, মৌখালি এলাকায় মাতলা নদীতে নৌকা করে মাছ ধরার সময়ে সন্ধ্যানাগাদ বজ্রপাত-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় বাজ পড়ে ওই দুজন মারা যান। পাশাপাশি ওই এলাকায় এক ব্যক্তি বাড়ি ফেরার পথে বাজ পড়ে মারা গিয়েছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version