এই সময়: জামিন-আর্জির শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। কিন্তু রায়দান স্থগিত রইল। ফলে এসএসসির নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় সোমবার জামিন হলো না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে দুর্গাপুজোটা জেলেই কাটাতে হবে তাঁকে। ওই মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের জামিন-আর্জির শুনানিও এ দিন শেষ হয়েছে।বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে গত কয়েক মাস ধরে এই মামলার শুনানি চলছিল। এর আগে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলা চলাকালীন ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য মুখ্যসচিব কনসেন্ট না দেওয়ায় দীর্ঘদিন ধরে টানাপড়েন চলে। যদিও বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা স্থানান্তরিত হওয়ার পর আদালত জানিয়ে দেয়, কনসেন্ট দেওয়া বা না দেওয়ার জন্য এই জামিনের মামলার শুনানি আটকে রাখা হবে না।

তারপরেই টানা শুনানি করে এ দিন সওয়াল-জবাব শেষ করলেও রায়দান স্থগিত রেখেছে আদালত। পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ-সহ অভিযুক্তদের আইনজীবীদের যুক্তি, তাঁদের মক্কেলদের সবারই বয়স বেড়েছে। প্রত্যেকেই অসুস্থ। দু’-তিন বছর ধরে তাঁরা গরাদের ওপারে রয়েছেন। সিবিআই তদন্ত করছে বলে ট্রায়াল শুরু হয়নি। অন্তত ট্রায়াল শুরু হোক। ট্রায়াল কেন বন্ধ, সে প্রশ্নও তোলেন মামলাকারীদের আইনজীবীরা। সিবিআইয়ের যুক্তি, এই মামলাগুলিতে ১৩৭ জন সাক্ষী রয়েছেন। তদন্ত এখনও চলছে।

জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ, সব পক্ষের জবাব তলব

এই জামিন মামলার শুনানি চলাকালীন গত সপ্তাহেই প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পার্থকে ‘শোন অ্যারেস্ট’ করেছিল সিবিআই। সেই মামলাতেও জামিন চেয়ে ক’দিন আগে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে পার্থ জামিন চেয়ে আবেদন করেছিলেন।

সোমবার সেই শুনানিতে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ‘দু’বছরের বেশি সময় ধরে আমার মক্কেল জেলে রয়েছেন। তাঁর নানা শারীরিক সমস্যা রয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য যখন জামিন পেয়েছেন, তখন পার্থরও জামিন পাওয়া উচিত৷’ পার্থর জামিনের বিরোধিতা করে সিবিআই। তবে তিনি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া বা জেলে গিয়ে জেরার আর্জি জানায়নি সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version