জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেছে। গ্যাং সদস্যের তরফ থেকে একটি ফেসবুক পোস্ট করা হয়, যা দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে। সেই পোস্টে বলা হয় যে, অভিনেতা সলমান খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই সিদ্দিককে টার্গেট করা হয়েছিল।  সেখানে লেখা, ‘ওম, জয় শ্রী রাম, জয় ভারত। আমরা জীবনের অর্থ বুঝি। বন্ধুত্বকে সম্মান জানিয়ে যেটা ঠিক, সেটাই আমরা করেছি।’

সেখানে আরও লেখা থাকে, ‘সলমান খান, আমরা এই যুদ্ধ চাই না। কিন্তু তোমার জন্য় আমরা আমাদের ভাইকে হারিয়েছি। আজ বাবা সিদ্দিকির প্রাণ গেল, একসময় তিনি MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম) এর অধীনে ছিলেন। দাউদ এবং বলিউডের অনুজ থাপানের সঙ্গে সম্পর্ক থাকার জন্য তিনি নিজের প্রাণ হারিয়েছেন।’ 

‘কারোর সঙ্গে আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। তবে সলমান খান এবং দাউদ গ্যাংকে যারা সাহায্য করবে, তারাই আমাদের টার্গেট হবে। যদি কেউ আমাদের কোনো ভাইকে হত্যা করে, আমরা জবাব দেব। আমরা কখনোই প্রথম হামলা করি না। শহীদদের প্রতি জয় শ্রী রাম, জয় ভারত, স্যালুট।’ পোস্টটি ভাইরাল হওয়ার পরে, মুম্বই পুলিস বলেছে যে তারা এর সত্যতা পরীক্ষা করছে।

আরও পড়ুন:Dona Ganguly: ‘সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে…’, লন্ডন থেকে পুজোয় বার্তা ডোনার

দুই অভিযুক্ত – হরিয়ানার গুরমাইল বলজিৎ সিং (২৩), এবং উত্তরপ্রদেশের ধর্মরাজ রাজেশ কাশ্যপ (১৯), গ্রেফতার করা হয়েছে, এবং তৃতীয় একজন – ইউপি থেকে শিব কুমার – যে এখনও পলাতক রয়েছে। দশেরা উপলক্ষে সিদ্দিক যখন আতসবাজি ফাটাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি থেকে রুমাল দিয়ে ঢাকা তিনজন লোক বেরিয়ে আসে। তারা একটি ৯.৯ এমএম পিস্তল দিয়ে গুলি চালায়। তিন রাউন্ড গুলি করে, যার মধ্যে একটি সিদ্দিকীর বুকে আঘাত করে, এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। একটি গুলি বাবা সিদ্দিকের গাড়ির উইন্ডশিল্ডে ফাটল ধরে, নিশ্চিত করে যে একাধিক গুলি চালানো হয়েছিল। 

লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানান, সিদ্দিকি প্রচুর রক্তপাত হয় এবং তাকে বাঁচানোর জন্য সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে ১১.২৭ টায় তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ পরে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version