জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: বাংলাদেশকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। আত্মবিশ্বাসী রোহিত শর্মারা এবার ঘরের মাঠে আমন্ত্রণ জানাচ্ছে টম ল্যাথামের নিউ জিল্য়ান্ডকে। তিন ম্য়াচের টেস্ট সিরিজ শুরু ১৬ অক্টোবর, বুধবার থেকে। ভেন্য়ু- বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর পুণেতে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মুম্বইয়ে। তবে চিন্নাস্বামীতে নামার আগেই আচমকা অনিশ্চিত টপ অর্ডারের নক্ষত্র ব্য়াটার!
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার অগ্নিপরীক্ষায় শামিহীন ভারত! অধিনায়কের বোমায় কাঁপল আগামীর রূপরেখা…
জানা যাচ্ছে যে, শুভমন গিল নাকি প্রথম টেস্টে নাও খেলতে পারেন! ২৫ বছরের তারকা টিম ম্য়ানেজমেন্টকে জানিয়েছেন যে, তাঁর কাঁধে-ঘাড়ে যন্ত্রণা হচ্ছে! ম্য়াচের ঠিক একদিন আগেই শুভমন এই খবর দিয়েছেন। আগামিকাল অর্থাত্ মঙ্গলবার প্রথম টেস্ট শুরুর সকালেই শুভমনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গিল যদি একান্ত না খেলেন, তাহলে দুই ক্রিকেটারের দরজা খুলতে পারে জাতীয় দলে। তাঁরা সরফরাজ খান ও ধ্রুব জুরেল।
গিল টেস্ট টিমে সম্প্রতি তিন নম্বর জায়গাটা পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। সরফরাজ সম্প্রতি ইরানি কাপে অপরাজিত ২২২ রানের ইনিং খেলে জিতিয়েছেন মুম্বইকে। সরফরাজের দলীপেও রয়েছে দ্বি-শতরান। সরফরাজের ফেরার বাধা হতে পারেন কেএল রাহুলও। কারণ তিনি চোট সারিয়ে ফর্মে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সরফরাজের। তিনি বেশ ভালোই খেলেছিলেন। কিন্তু কেএল রাহুল চোট সারিয়ে দলে ফেরার পর সরফরাজ কিন্তু আর প্রথম একাদশে জায়গা পাননি।
ভারত হয়তো বিরাট কোহলি, রাহুল ও ঋষভ পন্থকে নিয়ে মিডল অর্ডার সাজাতে পারে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে তিনে উঠে আসতে পারেন বিরাট। আবার রাহুল কিংবা পন্থকেও দেখা যেতে পারে তিনে। তবে আগামিকাল তিন নম্বর জায়গাটার উপর চোখ থাকবে। অন্যদিকে, বেঙ্গালুরুতে বৃষ্টির ভালোরকম পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে খেলার ফলাফল নিয়ে রীতিমতো সন্দেহ রয়েছে। মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির পূর্বাভাসও কিন্তু দলগঠনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: আর মাত্র ২৮৩ রান, ইতিহাসের দরজায় কড়া তরুণ তুর্কীর, প্রথম ভারতীয় হিসেবে করবেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)