এই সময়, ভূপতিনগর: দুই নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার গৃহশিক্ষক। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ভূপতিনগর থানা এলাকার। রবিবার ধৃত শিক্ষকের জামিনের আবেদন নাকচ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত।ধৃত শিক্ষক তপন পাহাড়ী (৬০) দীর্ঘদিন ধরে গৃহশিক্ষকতা করে। তার কাছে অনান্যদের সঙ্গে স্থানীয় ৮ ও ৯ বছর বয়সী দুই খুড়ততো বোনও পড়তে যেত। শনিবার সন্ধ্যায় দুই বোন ধৃতের কাছে টিউশন পড়তে গিয়েছিল। সেই সময় দু’জনকে একা পেয়ে ওই শিক্ষক যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানতে বারণ করে সে।
রাতে বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পরিবারের কাছে সমস্ত ঘটনার কথা জানায় নিগৃহীতা দুই বোন। এরপর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা অভিযুক্তর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ও তার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ তপনকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে।
রাতে বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পরিবারের কাছে সমস্ত ঘটনার কথা জানায় নিগৃহীতা দুই বোন। এরপর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা অভিযুক্তর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ও তার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ তপনকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে।
রবিবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সিপিএম ও কংগ্রেস কর্মীরা ভূপতিনগর থানার সামনে বিক্ষোভ দেখায় ও স্মারকলিপি জমা দেয়।