সম্প্রতি সিউড়ি-২ ব্লক সভাপতি পদ ছাড়তে চেয়েছিলেন তৃণমূল নেতা নুরুল ইসলাম। সোমবার তাঁকে ‘ভাই’ সম্বোধন করলেন অনুব্রত মণ্ডল। সোমবার সিউড়ির পুরন্দরপুর এলাকার তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে স্নেহের সুরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বললেন, ‘চতুর্থবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দাদা ভাই একসঙ্গে দল ছাড়ব। এখন ছাড়ার কোনও প্রশ্ন নেই।’ নুরুল ইসলামকে সংগঠনে সক্রিয় করার জন্যই অনুব্রতর এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডল?

নুরুলের উদ্দেশে এ দিনের সভা থেকে বিশেষ বার্তা দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, ‘আমি নুরুলকে বলব, দিদি আর একবার মুখ্যমন্ত্রী হন। তারপর একসঙ্গে দাদা-ভাই মিলে ছাড়ব। এখন ছাড়ার প্রশ্নই নেই।’ এ দিন নুরুলকে দরাজ সার্টিফিকেট দেন অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত, গত অগাস্টে জেলা নেতৃত্বকে চিঠি দিয়ে সিউড়ি-২ ব্লক সভাপতি পদ ছাড়তে চেয়েছিলেন নুরুল ইসলাম। কিন্তু তাঁকে যে তিনি এই পদে বহাল রাখতে চাইছেন, তা স্পষ্ট করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ২০২২ সালে গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেপ্তার হওয়ার পরও তৃণমূলের বীরভূম সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পদে বহাল ছিলেন। সম্প্রতি জামিন পেয়েই দলকে একসঙ্গে নিয়ে চলা এবং সংগঠন বাড়ানো ও মজবুত করার বার্তা দিয়েছেন তিনি। দোর্দণ্ডপ্রতাপ এই নেতার আন্তরিকতার সুর মন ছুঁয়ে গিয়েছে নুরুলের। তিনি বলেন, ‘এই কথা দাদার মুখ থেকে শুনে ভালো লেগেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version