ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডল?
নুরুলের উদ্দেশে এ দিনের সভা থেকে বিশেষ বার্তা দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, ‘আমি নুরুলকে বলব, দিদি আর একবার মুখ্যমন্ত্রী হন। তারপর একসঙ্গে দাদা-ভাই মিলে ছাড়ব। এখন ছাড়ার প্রশ্নই নেই।’ এ দিন নুরুলকে দরাজ সার্টিফিকেট দেন অনুব্রত মণ্ডল।
প্রসঙ্গত, গত অগাস্টে জেলা নেতৃত্বকে চিঠি দিয়ে সিউড়ি-২ ব্লক সভাপতি পদ ছাড়তে চেয়েছিলেন নুরুল ইসলাম। কিন্তু তাঁকে যে তিনি এই পদে বহাল রাখতে চাইছেন, তা স্পষ্ট করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ২০২২ সালে গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেপ্তার হওয়ার পরও তৃণমূলের বীরভূম সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পদে বহাল ছিলেন। সম্প্রতি জামিন পেয়েই দলকে একসঙ্গে নিয়ে চলা এবং সংগঠন বাড়ানো ও মজবুত করার বার্তা দিয়েছেন তিনি। দোর্দণ্ডপ্রতাপ এই নেতার আন্তরিকতার সুর মন ছুঁয়ে গিয়েছে নুরুলের। তিনি বলেন, ‘এই কথা দাদার মুখ থেকে শুনে ভালো লেগেছে।’