এই সময়, নৈহাটি: শনিবার ঘোষণা হয়েছিল বিজেপি প্রার্থীর নাম। রবিবার তৃণমূল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এখনও বামেদের প্রার্থীর নাম পাওয়া যায়নি। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নাকি বামেরা একাই লড়বে তা এখনও নিশ্চিত নয়। ফলে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই তো বটেই চতুর্মুখী লড়াই হলেও অবাক হওয়ার কিছু নেই। এ দিকে নাম ঘোষণার পর তৃণমূল-বিজেপির দুই প্রার্থীই প্রচারে ঝড় তুলতে চাইছেন। দু’জনেই এ দিন পুজো দেন নৈহাটির বড়মার মন্দিরে।নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। যিনি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। অন্য দিকে, এই আসনে তৃণমূল প্রার্থী করেছে নৈহাটি পুরসভার পুর পারিষদ সদস্য সনৎ দে-কে। দুই প্রার্থীই রবিবার বড়মার মন্দিরে পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করেন। এ দিন সকালে বিজেপি প্রার্থী রূপক মিত্র দলীয় কর্মীদের নিয়ে বড়মার মন্দিরে হাজির হন। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই ভোটে সরকার পরিবর্তন হবে না। কিন্তু সরকারকে বুঝিয়ে দিতে হবে মানুষ কতটা শক্তিশালী।’ তাঁর কথায়, ‘আরজি কর ইস্যুকে আলাদা করে দেখলে হবে না। তৃণমূল সরকারের আমলে মহিলা তো বটেই পুরুষদেরও সুরক্ষা নেই।’

বিকেলে তৃণমূলের প্রার্থী হিসেবে সনৎ দে-র নাম ঘোষণার পরেই তিনি পাল্টা জবাব দিয়েছেন বিজেপিকে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, গেরুয়া শিবির অযথাই কুৎসা করছে। এ দিন নাম ঘোষণার পরেই সনৎ দলীয় কর্মীদের নিয়ে দেওয়াল লিখতে নেমে পড়েন। তাঁর স্ত্রী নৈহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজল দে-কেও দেখা যায় দেওয়াল লিখতে। ৬ নম্বর বিজয়নগরে তৃণমূলের পার্টি অফিসের সামনে দলের কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বাজি ফাটিয়ে, স্লোগান দিয়ে তাঁরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বিকেলে বড়মার মন্দিরে পুজো দেন সনৎ।

Naihati By Election: তৃণমূলের ‘অনুগত সৈনিক’-এর বিরুদ্ধে বিজেপির ভূমিপুত্র, লড়াই জমবে নৈহাটিতে?

তিনি বলেন, ‘দল আমায় প্রার্থী করায় কৃতজ্ঞ। আমার অভিভাবক পার্থ ভৌমিক নৈহাটির মানুষের জন্য যে উন্নয়ন এতদিন করে এসেছেন সেই ধারা বজায় রাখাই আমার প্রথম এবং প্রধান লক্ষ্য। মানুষ শুধু ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।’ বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যিনি নারীসুরক্ষার কথা বলছেন তাঁর জন্য এলাকার অনেক মহিলাই ঠিক মতো চলাফেরা করতে পারেন না।’

তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, ‘৫০ হাজারেরও বেশি ভোটে সনৎ-কে জিতিয়ে আনা আমাদের লক্ষ্য। আমি মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছি। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দলের কর্মীরা নেমে পড়েছেন ভোটের প্রচারে।’ উল্লেখ্য, ২০১১ সাল থেকে নৈহাটি কেন্দ্র থেকে টানা তিনবার বিধায়ক হন পার্থ ভৌমিক। ২০২৪ সালে ব্যারাকপুর লোকসভায় প্রার্থী হয়ে জেতার পরেই খালি হয় নৈহাটি বিধানসভার আসন। আগামী ১৩ নভেম্বর রাজ্যের আরও পাঁচটি কেন্দ্রের সঙ্গে এই আসনেও হবে উপনির্বাচনের ভোটগ্রহণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version