উপনির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনার পথে হাঁটছে বাম এবং ISF। সোমবারই দুই দল বৈঠকে বসতে পারে বলে সূত্রের খবর। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, উপনির্বাচনে ৬ আসনে বামেদের সঙ্গে আসন সমঝোতা হবে কি না, তা হয়ত স্পষ্ট হয়ে যাবে এ দিন বিকেলের মধ্যেই।রাজ্যের ফের বিধানসভা উপনির্বাচনের দামামা। ইতিমধ্যেই ৬ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল এবং বিজেপি। প্রশ্ন উঠছে, বাম, কংগ্রেস এবং ISF কি আলাদাভাবে প্রার্থী দেবে? নাকি একুশের ভোট রণনীতির পুনরাবৃত্তি ঘটবে উপনির্বাচনেও?

একুশের বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং ISF আসন সমঝোতা করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় অবশ্য রাজ্যে কংগ্রেসের ব্যাটন ছিল অধীর চৌধুরীর হাতে। আর এই জোটের পোশাকি নাম ছিল ‘সংযুক্ত মোর্চা’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনেও কি আসন সমঝোতা হবে এই ৩ রাজনৈতিক দলের?

ISF নেতা নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমরা দলীয় তরফে আসন সমঝোতার জন্য সিপিএম-এর সঙ্গে আলোচনা করতে চলেছি। আমরা প্রস্তাব দিয়েছিলাম। আশা করি আজ সন্ধ্যার মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারব।’ তিনি জানান, বামেদের কাছে হাড়োয়া আসন দাবি করেছে তাঁর দল। তবে এই আসন সমঝোতা সফল না হলে হাড়োয়া, তালডাংরা এবং মাদারিহাটে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে ISF, দাবি করেছেন নওশাদ।

অন্যদিকে, বাম নেতা শমীক লাহিড়ি বলেন, ‘আলোচনা শুধু ISF-এর সঙ্গে চলছে আপাতত।’ কংগ্রেস নেতা অমিতাভ সিনহা জানান, ৬ আসনে প্রার্থী ঘোষণা নিয়ে তাঁরা এখনও বামেদের সঙ্গে কোনও আলোচনা করেননি। সেক্ষেত্রে মূলত বাম এবং ISF-এর আসন সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে মত রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version