শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিলের পর এ বার হাওড়া শাখাতেও একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। আগামী ২৫ অক্টোবর হাওড়া থেকে একাধিক শাখায় ২৫টি ট্রেন বাতিল থাকছে। ভোর ৪টে থেকে সকাল ১০টার মধ্যে থাকা ট্রেন বাতিল করা হয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী সব ট্রেন মিলিয়ে মোট ৬৮টি ট্রেন বাতিল করা হচ্ছে।হাওড়া থেকে কোন ট্রেন বাতিল?

আগামী ২৫ অক্টোবর ভোর ৪টে ও ৪.১৫ মিনিটের বর্ধমান লোকাল, ৪.২২ মিনিটের গোঘাট লোকাল, ৪.৪৭ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৪.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল, ৫.১৪ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৫.৩২ মিনিটের সিঙ্গুর লোকাল, ৫.৪৫ মিনিটের মশাগ্রাম লোকাল, ৫.৫৫ মিনিটের তারকেশ্বর লোকাল, ৬.২৬ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৭.০৫ মিনিটের ব্যান্ডেল লোকাল বাতিল থাকছে।

দেখে নিন হাওড়া থেকে ট্রেন বাতিলের তালিকা
এর পাশাপাশি হাওড়া থেকে ৭.৩০ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৭.৪০ মিনিটের বেলুড় মঠ লোকাল, ৭.৪৫ মিনিটের শ্রীরামপুর লোকাল, ৮.১২ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৮.২০ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৮.৩৫ মেমারি লোকাল, ৮.৪৯ মিনিটের চন্দনপুর লোকাল, ৮.৫০ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৯.১০ মিনিটের ব্যান্ডেল লোকাল, ৯.১৫ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৯.২০ মিনিটের শ্রীরামপুর লোকাল, ৯.৪০ মিনিটের শেওড়াফুলি লোকাল, ৯.৪০ মিনিটের বারুইপাড়া লোকাল বাতিল থাকছে। এই ট্রেনগুলো ছাড়াও ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী আরও ৪৩টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গে ‘দানা’র প্রকোপের আগে জরুরি নম্বরগুলি ‘সেভ’ করে রাখুন
আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে শিয়ালদহ দক্ষিণ শাখাতেও আগামী ২৪ অক্টোবর ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত থাকবে। শিয়ালদহ ডিভিশনের ১৯০টি ইএমইউ লোকাল ট্রেন ২৪ ও ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত বাতিল রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version