মুখ্যমন্ত্রী জানান, ২ লাখ ১১ হাজার ২৩৪ জনকে বর্তমানে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মোট ১২২৭টি রিলিফ ক্যাম্প করা হয়েছে। ঝড়ের প্রকোপ শেষ হলেও সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকার মানুষকে বাড়ি না ফেরার জন্য অনুরোধ জানান তিনি। বিপদ না কাটা পর্যন্ত রিলিফ ক্যাম্পে সবরকম ব্যবস্থা থাকছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী এ দিন সমাজমাধ্যমে বলেন, ‘আমার রাজ্যবাসী যখনই কোনও বিপদের সম্মুখীন হয়েছে, আমি দিবারাত্রি তাদের পাশে থেকেছি। এবারও তার পরিবর্তন হয়নি। আজ নবান্নে, রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে ঘূর্ণিঝড় দানা পর্যবেক্ষণ করছি। আমাদের সরকার, প্রশাসন এবং সর্বস্তরের জনপ্রতিনিধিরা সর্বদা আপনাদের সেবায় প্রস্তুত। ইতিমধ্যেই আমরা যা যা করণীয় সব করেছি। আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। সতর্ক থাকুন। আমরা আছি সর্বক্ষণ আপনাদের রক্ষার্থে।’
আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, ওডিশার ধামারা থেকে ৮০ কিমি দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়। পারাদীপ থেকে ৬০ কিমি দূরে রয়েছে ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ‘ল্যান্ডফল’ হওয়ার সম্ভাবনা রয়েছে।