এই সময়, কৃষ্ণনগর: ‘কেরোসিন’, ‘দেশলাই’, ‘মরবে’…
কৃষ্ণনগরের তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় রহস্য বাড়াল নতুন একটি অডিয়ো ক্লিপ (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’)। জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলেও তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি তাঁকে পুড়িয়ে খুন করা হয়েছে— রহস্যমৃত্যু মামলায় তরুণীর বন্ধু রাহুল বসুর গ্রেপ্তারি ও এক সপ্তাহ তাকে জেরার পরেও তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।এর মধ্যে শুক্রবার একটি নতুন অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে একটি পুরুষ ও একটি মহিলা কণ্ঠের কথোপকথন শোনা যাচ্ছে। পুলিশের একটি সূত্রের দাবি, ওই পুরুষ কণ্ঠটি নিহত তরুণী ও রাহুলের এক কমন ফ্রেন্ড এবং মহিলা কণ্ঠটি সোনারপুরের এক তরুণীর, যাঁকে রাহুল বিয়ে করেছিল বলে জানা যাচ্ছে। সেই অডিয়ো ক্লিপের ভিত্তিতে ধৃত রাহুল, সোনারপুরের তরুণী এবং ওই কমন ফ্রেন্ডকে তদন্তকারীরা আরও জেরা করতে চান।

কী রয়েছে ওই কথোপকথনে?
পুরুষ কণ্ঠটিকে বলতে শোনা যায়, ‘কেরোসিন তেল নাকি কিনেছে, দেশলাইও..।’ জবাবে মহিলা কণ্ঠে শোনা যায়, ‘কী করবে?’ পুরুষটি বলে, ‘মরবে’। মহিলা কণ্ঠের পাল্টা প্রশ্ন, ‘পা-গ-ল?’ পুরুষের কথায়, ‘আমি বললাম, যা খুশি করো।’ মহিলা কণ্ঠে এ বার বলতে শোনা যায়, ‘তোমাকেই ফোন করছে! জানি না, কিছু করবে কি না। যদি কিছু করে-টরে বসে, তোমাকেই ফোন করবে।’ পুরুষটি ফের বলে, ‘আরে হ্যাঁ। আমার তো চাপ হয়ে যাচ্ছে…’।

কৃষ্ণনগরকাণ্ডে নয়া মোড়? পোড়া বোতল উদ্ধারের দাবি ঘিরে শোরগোল

পুলিশ সূত্রের দাবি, ১৫ অক্টোবর, অর্থাৎ যে দিন রাতে সিসিটিভি ক্যামেরা ফুটেজে কৃষ্ণনগরের তরুণীকে বাংলো মোড় থেকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গিয়েছিল, সেই দিন দুপুরে হয় এই কথোপকথন। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, এই কথোপকথনে কি কৃষ্ণনগরের তরুণীর কেরোসিন কেনার কথাই বলা হচ্ছে? রাহুল ও নিহত তরুণীর কমন ফ্রেন্ড কী করে কেরোসিন ও দেশলাই কেনার কথা জানলেন? এবং সেটা যদি জেনেই থাকেন, তা হলে তাঁকে না-আটকে সে কথা সোনারপুরের তরুণীকে কেন বলতে গেলেন? সোনারপুরের তরুণীও কি তা হলে কৃষ্ণনগরের ওই তরুণীর মৃত্যুর ব্যাপারে অনেক কিছু জানেন? এই জট কাটানোই এখন মূল লক্ষ্য জেলা পুলিশের তদন্তকারীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version