দেবব্রত ঘোষ: ভাইফোঁটার দিনে স্বামী, মেয়ে এবং জামাইকে নিয়ে মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়েছিলেন হাওড়ার সাঁতরাগাছির এক প্রৌঢ়া। কিন্তু তার আর বাড়ি ফেরা হল না। ফেরিঘাটে নামতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তলিয়ে গেলেন গঙ্গায়।
আরও পড়ুন-কাজল শেখের সঙ্গে ‘চায়ে পে চর্চা’, কেষ্টর সঙ্গে ঠান্ডা লড়াইয়ে পদ হারালেন তৃণমূল নেতা!
মিলেনিয়াম পার্ক দেখার পর ওই প্রৌঢ়া ফেয়ারলি ঘাট থেকে হাওড়া ফেরিঘাটে আসছিলেন লঞ্চে চেপে। সন্ধ্যা ছটা নাগাদ লঞ্চ থেকে জেটিতে নামতে গিয়ে লঞ্চ এবং জেটির মাঝখানের ফাঁকা অংশে পড়ে গিয়ে গঙ্গায় তলিয়ে যান ওই প্রৌঢ়া। লঞ্চ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। ওই বৃদ্ধার নাম শেফালী কর (৫৫)। চোখের সামনে দুর্ঘটনা ঘটায় কার্যত ভেঙে পড়েছে ওই পরিবার।
ঘটনাস্থলে গোলাবাড়ি থানার পুলিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং রিভার ট্রাফিক পুলিস পৌঁছে তল্লাশি শুরু করেছে। ওই মহিলার আত্মীয় পরিজন লঞ্চ ঘাটে পৌঁছেছেন। হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতির দায়িত্বে থাকা অজয় দে বলেন নিরাপত্তার জন্য জলসাথী কর্মীদের রাখা হয়েছে। তাদের কোনও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)