সোমা মাইতি: মুর্শিদাবাদের আজিমগঞ্জে তৃণমূল কার্যালয়ে চলল গুলি-ভাঙচুর। সংঘর্ষে জড়াল লালু প্রসাদ গোষ্ঠী ও সোনু গোষ্ঠী। এনিয়ে এলাকায় তুমুল উত্তেজনা। লালু প্রসাদের অভিযোগ পিস্তল বের করে গুলি চালিয়েছে সোনু চৌধুরী। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করল পুলিস। থানায় দুপক্ষই অভিযোগ করেছে। এই ঘটনায় এখনওপর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।
আরও পড়ুন-ভূস্বর্গে রক্তপাত! রবিবারের ব্যস্ত বাজারে আচমকা জঙ্গি হামলা, বিস্ফোরণ আহত…
কী হয়েছিল? শনিবার রাতে আজিমগঞ্জ জংশন এলাকায় তৃণমূল কার্যালয়ে বলে ছিল লালু প্রসাদ ও তার অনুগামীরা। অভিযোগ, সেইসময় সনজ যাদব ও সোনু চৌধুরী-সহ বেশ কয়েকজন তৃণমূল কার্যালয়ে এসে হাজির হয়। তার পরেই শুরু হয় দুপক্ষের সঙ্গে বচসা। এর মধ্য়েই সোনু চৌধুরী পিস্তল বের করে লালুদের লক্ষ্য় করে গুলি চালিয়ে দেয়। এমনটাই দাবি লালু প্রসাদের।
এদিকে, পাল্টা লালুর বিরুদ্ধে অভিযোগ করেছেন সুনয়না চৌধুরী নামে এক মহিলা। সুনয়নার দাবি, লালু প্রসাদ-সহ লাল্টু চৌধুরী রোজই তাঁর তেলেভাজার দোকানে এসে তোলা চায়। তোলা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ করতেই তার ছেলে সোনুর দলবলের সঙ্গে লালুর দলের সংঘর্ষ হয়। তবে কোনও গুলি চলেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)