জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি করে তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুন কাণ্ডে চার্জ গঠন করা হল। চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় মোট ৩ ধারায় চার্জ গঠন হল। সিবিআইয়ের চার্জশিটে সিভিক ভল্য়ান্টিয়ার সঞ্জয়েরই নাম রয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন-দেশ ভরছে বুড়োতে, এবছর বিয়ের সংখ্যা দেখে মাথায় হাত চিন সরকারের

এদিকে, আজ শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সবাইকে চমকে দিয়ে চিত্কার করে ওঠে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। প্রিজন ভ্যানের ভেতর থেকে তাকে বলতে শোনা যায়, আমি খুন ধর্ষণ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। এতদিন চুপ ছিলাম। আমাকে চাপ দিয়ে অনেককিছু বলিয়ে নেওয়া হচ্ছে। আমাকে শেখানো হচ্ছে কী বলতে হবে। ডিপার্টমেন্ট আমাকে কিছু বলতে দেয়নি। প্রসঙ্গত, এর আগেও আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয় রায়।

সঞ্জয় রায় নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করলেও সিবিআইয়ের চার্জশিটে সিসিটিভির ফুটেজ, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ, ডিএনএ রিপোর্টের উপরে ভিত্তি করে সঞ্জয়কেই দোষী বলে মনে করছে। সেইসব তথ্য প্রমাণের ভিত্তিতেই সঞ্জয়ের বিরুদ্ধে গত ৭ অক্টোবর চার্জশিট পেশ করে।

এনিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্য পুলিসের হাতে মামলাটি থাকার পর তা সিবিআইয়ের হাতে গিয়েছে। রাজ্য পুলিসের হাতে থাকার সময় তথ্য প্রমাণ লোপাট হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এখন সঞ্জয় যা বলছে তার পেছনে তার কি তথ্য প্রমাণ রয়েছে? আদালতের সামনে যদি সে প্রমাণ দিতে পারে তাহলে তা বিচার প্রক্রিয়ায় সুবিধে হবে। কে তাকে ফাঁসানোর চেষ্টা করছে তা বলতে হবে। সঞ্জয়ের হাতে প্রমাণ থাকলে প্রশ্ন উঠবে, পুলিস কি কেসটাকে সাজিয়েছিল!

বিষয়টি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, যা হওয়ার কথা সেটাই হচ্ছে। খুন, ধর্ষণ হচ্ছে রাজ্যজুড়ে। সঞ্জয়কে যদি কিছু শিখিয়ে দেওয়া হয় তাহলে তার সঙ্গে সরকারি আধিকারিকরা জড়িত। এটা দেখতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version