জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আজ আরজি কর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বজনপোষণ-বিতর্কে আগের শুনানিতে ছ’টি প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ শীর্ষ আদালতে সেই সব প্রশ্নের জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সেই সঙ্গে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারও জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট জমা দেবে শীর্ষ আদালতে।

আরও পড়ুন, Sandip Ghosh: ‘বাতের সমস্যা আছে’, জেলে ম্যাট্রেস দেওয়ার আবেদন সন্দীপের!

রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কারা করে ? এদের নিয়োগের যোগ্যতা কী ? নিয়োগ ও যোগ্যতা নিয়ে বিশদ জানতে চায় আদালত। যাতে সিভিক ভলান্টিয়ারদের হাসপাতাল বা থানায় পোস্টিং করা না-হয়, এ সম্পর্কে রাজ্য সরকারকে পদক্ষেপ করারও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি, ওই হলফনামায় নিশ্চিত করতে হবে যে স্কুল-কলেজ-হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সিভিকদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে না। তাঁদের কোনও তদন্তের সঙ্গেও যুক্ত করা হবে না।

মঙ্গলবার রাজ্যের কাছে একাধিক প্রশ্নের জবাব চাইবে সুপ্রিম কোর্ট। কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে? কোন আইন মেনে নিয়োগের কাজ সম্পন্ন হয়েছে? তাঁদের যোগ্যতা কী? আগে কারও বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে কি না? মাস শেষে কীভাবে বেতন দেওয়া হয় তাঁদের? কোন প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগ করা হচ্ছে? গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের উপর ঘটে যাওয়া নৃশংস ঘটনা তোলপাড় ফেলেছিল গোটা দেশে। এর পর শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে।  

আরও পড়ুন, IAF| MIG-29 | আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৯, নিরাপদে পাইলট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version