Mithun Chakroborty | Afsana Mimi: বড় পর্দায় দুই বাংলার মেলবন্ধন! গল্পে মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধলেন আফসানা মিমি… Actress Afsana Mimi paired up with Mithun Chakraborty in the story of the merge of two Bengal and the director is manas mukul pal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালি সিনেমাপ্রেমীদের জন্য দারুণ খবর! এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আফসানা মিমি। দুই বাংলার এই মেলবন্ধনকে কেন্দ্র করেই তৈরি হতে চলছে এই সিনেমা, পরিচালনায় আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা নির্মাতা মানস মুকুল পাল।

আরও পড়ুন: প্রয়াত অরুণ চক্রবর্তী! লাল পাহাড় ছেড়ে এবার মেঘের দেশে যাত্রা কবির…

‘সহজপাঠের গপ্পো’র নির্মাতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, সিনেমাটি হুমায়ূন আহমেদের একটি ক্লাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত হবে। আফসানা মিমি, যিনি ‘চিত্রা নদীর পাড়ে’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য দুই বাংলাতেই পরিচিত, এবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন। মিঠুন, যিনি দীর্ঘদিন ধরে বাংলা এবং হিন্দি সিনেমায় দর্শকদের মন জয় করেছেন, তাঁর সঙ্গে মিমির কেমিস্ট্রি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

আরও পড়ুন:  ‘ভাষা খুঁজে পাচ্ছি না..’! বাবার মৃত্যুতে কান্নায় ডুবে রাইমা বললেন…

পরিচালক জানিয়েছেন, সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরে। এতে শুধু দুই জনপ্রিয় অভিনেতার অভিনয়ই নয়, দুই বাংলার সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তাও উঠে আসবে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির মাধুর্যকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যেই এই সিনেমা নির্মিত হবে।

আরও পড়ুন: রহমানের সংসার ভেঙেছেন তিনি! মারাত্মক আবেদনময়ী, গুণী এই বং-গার্ল মোহিনী দে কে?

মিঠুন এবং আফসানা মিমিকে একসঙ্গে রূপালী পর্দায় দেখতে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁদের জুটির মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে বলেই বিশ্বাস পরিচালকের।

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *