প্রদ্যুত দাস: চাকু হাতে ভিন রাজ্যের ব্যাবসায়ীদের খুঁজতে বাজারে স্বয়ং তৃণমুল কংগ্রেস পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান। শুক্রবার ঠিক এমনই দৃশ্য ক্যামেরা বন্দি হলো জলপাইগুড়ি দিন বাজারকে ভিন রাজ্যের ব্যবসায়ীদের থেকে দখল মুক্ত করার পৌর সভার বিশেষ অভিযানে।

আরও পড়ুন- Bishnu Mal Murder Case: ‘খুব তাড়াতাড়ি বেরব’,ফাঁসির সাজা শুনেও নির্বিকার চুঁচুড়ার নারকীয় খুনের দোষী বিশাল…

এদিন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কাউন্সিলর এবং পুলিসের নেতৃত্বে দখল মুক্ত অভিযান চালানো হয় জলপাইগুড়ি দিন বাজারে। ২০১৫ সালে আগুনে পুড়ে গিয়েছিল এই বাজার। 

আগুনে বাজার পুড়ে যাবার পর নতুন ভবনের পরিকাঠামো সম্পূর্ণ না হবার কারনে অনেক ব্যাবসায়ী দোকানের সামনে ত্রিপল টাঙিয়ে ব্যাবসা করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে, যে কারনে বাজারের বিভিন্ন অংশে নিত্য দিন সৃষ্টি হয় অযথা ভিড় এবং যানজট।শুক্রবার সেই অবৈধ দখল মুক্ত অভিযান চালায় জলপাইগুড়ি পৌরসভা, যে খানে স্বয়ং ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে হাতে চাকু নিয়ে বাজারের চলাচলের পথ দখল।করে থাকা ব্যাবসায়ীদের টাঙানো ত্রিপল কাটতে দেখা যায়।

আরও পড়ুন- Viral Samosa in Bardhaman: সিঙাড়াপ্রেমীদের রসনা তৃপ্তিতেই ‘রোদ্দুর’ বর্ধমানের চাতরের অমলকান্তি…

এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় অবশ্য বলেন, চাকু নয় ত্রিপল কাটার জন্য, কারন এখানে যে সমস্ত ব্যাবসায়ী বাজারের চলাচলে পথ আটকে ব্যাবসা করছে তাদের বেশিরভাগ ভিন রাজ্যের, এরা এই রাজ্যের বাসিন্দাই না, এদের ভোটার কার্ড ,আধার কার্ড অন্যান্য পরিচয়পত্র ভিন রাজ্যের, আমার কাছে এদের ফোটো রয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version