জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। তাঁর পরিবর্তে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। বুমরার অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 20240-25) ১-০ এগিয়ে গিয়েছে। এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে নামার আগে রোহিতের ভারত, দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে (India vs Australia PM XI Warm-up Match)। এমন সময়ে রোহিত-রিতিকা তাঁদের পুত্র সন্তানের নাম (Rohit Sharma Son) জানিয়েছেন অনুরাগীদের। 

রোহিত এখন অস্ট্রেলিয়ায়। তবে গত ১৫ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ায় রীতিকা রয়েছেন ভারতেই। খুব স্বাভাবিক কারণেই। রীতিকা প্রাক বড়দিন তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। বেশ অভিনব ভাবাই সদ্য়োজাতের নাম জানিয়েছেন রীতিকা। ছবিতে দেখা যাচ্ছে চারটি পুতুল রয়েছে। যা তাঁদের পরিবারের প্রতীকী। একটি টুপির মাথায় লেখা ‘রো’, যা রোহিতের নামের আদ্য়াক্ষর, অপর একটি টুপিতে লেখা ‘রিটস’, যা রীতিকার আরেক নাম। বাকি দু’টি পুতুলের একটির মাথায় লেখা ‘স্য়ামি’, রোহিত-রীতিকার মেয়ে সামাইরা। তাকে আদর করে বাবা-মা ‘স্য়ামি’ বলেন। অন্য় একটি পুতুলের মাথায় লেখা ‘অহান’। সংস্কৃত শব্দ থেকে নেওয়া হয়েছে রোহিতের ছেলের নাম। ‘অহান’ শব্দের অর্থ-ভোর বা সূর্যোদয়। দেখতে গেলে ‘অহান’ নামটি ‘অহ’ থেকে এসেছে। যার অর্থ ‘জাগ্রত করা’। সকালের মাহাত্ম্যই লুকিয়ে নামে। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রোহিত- রীতিকা। ২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। রিতিকার কোল আলো করে এসেছিল ফুটফুটে সামাইরা। তার এখন ৯ বছর বয়স। সে পেল এক খেলার সঙ্গী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version