জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব ঠিকঠাকই চলছিল সাই সুদর্শনের (Sai Sudharsan)। আইপিএল মেগা নিলামের (IPL 2025) আগেই গুজরাত টাইটান্স (Gujarat Titans), তাদের দলের স্টার বাঁ-হাতি ব্যাটারকে ৮.৫ কোটি টাকায় রিটেইন করেছিল। এরপর সাই এসেছিলেন অস্ট্রেলিয়ায়। ইন্ডিয়া-এ টিমের সঙ্গে জোড়া বেসরকারি টেস্টও খেলেছেন অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে। এমনকী প্রথম বেসরকারি টেস্টে ঝকঝকে ১০৩ রানের ইনিংসও খেলেন সাই। এমনকী পারথ টেস্টে শুভমন গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে তিন নম্বর জায়গায় তাঁর কথাই ভাবা হচ্ছিল, যদিও নির্বাচকরা দেবদত্ত পাড়িক্কলকে (Devdutt Padikkal) নেয়! 

ইন্ডিয়া-এ সফরের পরে সাই ভারতে এসে একবারই মাঠে খেলেছেন। তামিলনাড়ুর হয়ে ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন তিনি। এরপর সাই চলে যান লন্ডনে। আর এখানেই হয়েছে তাঁর অস্ত্রোপচার। সাইয়ের অস্ত্রোপচার সংক্রান্ত নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি যদিও, মনে করা হচ্ছে পিঠের উপরের দিকের চোটেরই অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

আরও পড়ুন: অ্যাডিলেডে ভরিয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার দর্শক! চতুর্থ টেস্টের প্রথম দিনের টিকিট শেষ!

এক্স হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেটার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় বসে আছেন। তাঁর দু’দিকে দাঁড়িয়ে হাসপাতালের কর্মীরা। সাই লিখেছেন, ‘আরও শক্তিশালী হয়ে দ্রুত ফিরব। মেডিক্যাল টিম এবং বিসিসিআইকে অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য়। গুজরাত টাইটান্স পরিবারকেও এই সমর্থনের জন্য় ভালোবাসা।’

২২ বছর বয়সী সাই তিনটি ওয়াডিআই এবং একটি টি-টোয়েন্টিআই-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। তিনি ৬৩.৫০-র গড়ে পরপর দু’টি হাফ সেঞ্চুরি করেছেন। রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, এমনকী সারের হয়ে কাউন্টি ক্রিকেটেও সাই ভালো পারফর্ম করেছেন।

আরও পড়ুন: ভারতীয় তারকার বিরাট ভুল! আর রেয়াত করল না আইসিসি, ব্রিসবেনে নামার আগেই এবার…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version