জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের অন্যতম আলোচিত নায়িকা পরীমনি। বাংলাদেশে একের পর এক ছবিতে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ঢালিউডে এক দশকের সাফল্য তাঁর। তবে অভিনেত্রী বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। এবার তাঁর একটি ছবি ঘিরে হইচই। যেখানে দেখা যাচ্ছে নায়িকার সিঁথিতে সিঁদুর। 

আরও পড়ুন- Oscars 2025 | Shahana Goswami: অস্কারের দৌড়ে ‘লাপাতা’ ভারত! তবে আশা জাগিয়ে রাখলেন বাঙালি মেয়ে সাহানা…

আসলে এটি তাঁর আগামী ছবির লুক। ঢালিউডের পর এবার অভিনেত্রী পা ফেলেছেন টলিউডে। আদ্যপান্ত এই থ্রিলারের নাম ‘ফেলুবক্সী’। এবার সামনে এল সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। দেবরাজ সিনহা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। মঙ্গলবার পরীমণি তাঁর ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

আরও পড়ুন- Bohurupi: সব রেকর্ড ভেঙে চুরমার! দশম সপ্তাহেও হাউজফুল, ‘বহুরূপী’র আয় ছাড়াল…

ফেলুবক্সী সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি। ফেলুবক্সী – নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রের গোয়েন্দা । গল্পটা মুখার্জি বাড়ির লোকজন ঘিরেই আবর্তিত । অনিমেষ মুখার্জি তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের সূত্রে ফেলুবক্সীকে দায়িত্ব দেন। সেক্রেটারি এবার তাঁর সহকারী দেবযানীর সঙ্গে তদন্ত  শুরু করেন। তিন তিনটি খুনের পর তারা বুঝতে পারেন, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে আছে, অনেক  বড় চক্র। একদিকে লাবণ্য, মুখার্জি বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্য দিকে মেঘনাদ চ্যাটার্জি, এক জন গ্লোবাল বিজনেস টাইকুন যাকে মুখার্জি বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তার সমাধান কীভাবে করেন সেটাই দেখার। 

‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরীমণি বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’ আগামী বছরের ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সেই ছবি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version