জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমি স্তম্ভিত’। আম্বেদকর বিতর্কে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘২৫ ডিসেম্বর জাতীয় ছুটির দিন ছিল। কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমি কখনই এসব করি না। আমাদের রাজ্যে ছুটি আছে। আমরা চাই, সবাই এই দিনটায় আনন্দ করুক। চার্চে যাক, প্রার্থনার করুক। আমিও ২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনার যোগ দিই এবং নিজেকে ভাগ্যবতী মনে করি’।
আরও পড়ুন: TMC| Aparajita Bill: কবে কার্যকর অপরাজিতা বিল? নতুন বছরের শুরুতেই ফের পথে তৃণমূল মহিলা কংগ্রেস!
ঘটনাটি ঠিক কী? নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! আম্বেদকর বিতর্কে রাজনীতির পারদ চড়ছে। গতকাল, বুধবার শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এবার একই পথে কংগ্রেসও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।
চুপ করে থাকেননি মমতাও। এক্স হ্যান্ডেল তিনি লিখেছিলেন, ‘মুখোশ খসে গিয়েছে! সংসদ সংবিধানের গৌরবময় ৭৫ বছরকে উদযাপন করছে যখন, সেই সময় ডক্টর বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করে এই অনুষ্ঠানকে কলঙ্কিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাও আবার গণতন্ত্রের মন্দিরের ভিতর’। এরপর, আজ বৃহস্পতিবার পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালে উদ্বোধনে গিয়ে মুখ খুললেন তিনি।
কী বলেছিলেন অমিত শাহ? সংবিধানের ৭৫ বছর উপলক্ষে তখন বিতর্ক চলছিল সংসদে। মঙ্গবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর বলা এখন (বিরোধীদের) ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যদি তারা এই ভাবে ঈশ্বরের নাম নিত, তাহলে তারা স্বর্গে জায়গা পেত’।
আরও পড়ুন: Bengal BJP: দু-দফায় সময় বাড়িয়েও হয়নি কাজের কাজ, সদস্যের টার্গেটে ফেল রাজ্য় বিজেপি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)