সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বিভক্তি আর দ্বন্দ্বের মধ্যেই ঢাকায় শুরু হলো ‘১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ (International Short Film Festival)। ঢাকার (Dhaka) শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এই উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আরও পড়ুন- Jaya Ahsan: রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় ফটোশ্যুট জয়ার, তুমুল কটাক্ষের মুখে অভিনেত্রী…

এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ১০১টি দেশের ২৭৬টি চলচ্চিত্র দেখানো হবে করছে বলে জানিয়েছেন আয়োজকরা। থাকছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রও। উৎসব চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রতিদিন বেলা ১১টা, বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো থাকবে সবার জন্য উন্মুক্ত। তবে চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে কাউন্টার থেকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, উৎসবের কান্ট্রি ফোকাস করা হয়েছে ফিলিস্তিন। এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র প্রদর্শিত হবে। আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচিত করা হয়েছে। ২৬ ডিসেম্বর জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৯টি ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ড্রিম’, ‘দ্য ফাইট’, ‘দ্য ভিক্টরি’ প্রদর্শিত হবে ২৩ ডিসেম্বর।

আরও পড়ুন- Govinda’s Son Debut: বাবার নাম ভাঙিয়ে নায়ক হতে চাননি, একাধিক অডিশনে ব্যর্থ! এবার বলিউডে গোবিন্দাপুত্র…

উৎসবটি বাংলাদেশের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের ‘শহীদের’ প্রতি এবং শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এই উৎসবের আয়োজক ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’ বলা হলেও সংগঠনটির আরেক অংশের দাবি, এর সঙ্গে শর্ট ফিল্ম ফোরামের কোনো সংশ্লিষ্টতা নেই।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আলোকচিত্রী নাসির আলী মামুন, উৎসব পরিচালক ইমরান হোসেন কিরমানী, সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। তবে এই উত্‍সবে ভারতীয় ছবির বিশেষ কোনও উল্লেখের কথা জানা যায়নি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version