চম্পক দত্ত: পারিবারিক বিবাদ, সাত সকালে প্রকাশ্যে কাকাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ভাইপো!

বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে গণ্ডগোল। এতেই ভাইপোর হাতে কাকা খুন হল। কুড়ুল দিয়ে সকালেই কাকাকে কোপাল ভাইপো, ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকের ঘটনা। ঘটনাস্থলে তুমুল উত্তেজনা, পৌঁছেছে ঘাটাল থানার বিশাল পুলিস। অভিযুক্ত ভাইপোর নাম বাপন দোলই। মৃত ব্যক্তির নাম সুকুমার দোলই ৫৭ বছর বয়স।

ইতোমধ্যেই জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত ভাইপো-সহ তার পরিবারের ৬ জনকে আটক করল পুলিস। অভিযুক্ত ভাইপো সহ তার পরিবারের ৬ জন সদস্যকে তাদের বাড়ি থেকে উদ্ধার করে পুলিসের গাড়িতে তুলতে হিমশিম খেতে হয় ঘাটাল থানার পুলিসকে। ঘটনার জেরে রীতিমতো ক্ষিপ্ত হয়েছিল গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত ভাইপো সহ তার পরিবারের সদস্যেদর বাড়িতে নিরাপদে ঘিরে রেখেছিল পুলিস। জনতার রোষ থেকে বাঁচাতে পুলিসের কড়া নিরাপত্তায় ভাইপোকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলতে গেলে তেড়ে যায় ক্ষিপ্ত জনতা। গোটা ঘটনায় রীতিমতো তপ্ত রয়েছে ঘাটালের রঘুনাথচক।

উল্লেখ্য, এরকমই এক ঘটনা ঘটে নদিয়ার করিমপুর হরিপুর এলাকায়। ভাইয়ের হাতে খুন দাদা। জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে গন্ডগোল, ভাই বাপ্পা মণ্ডল তাঁর দাদাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর। বাধা দিতে গিয়ে আহত হয় নিহতের মা, স্ত্রী ও ছেলে। দাদার নাম বাপন মণ্ডল, বয়স ৩৪। জানা গিয়েছে, আহত তিন জনকেই ঘরের দরজার ডাসা দিয়ে এলোপাথাড়ি মারে অভিযুক্ত। প্রথমে আহতদের নিয়ে যাওয়া হয় করিমপুর হসপাতালে। সেখান থেকে তাদের রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়ার পর  মৃত্যু হয় বছর চৌত্রিশের বাপন মণ্ডলের। 

আরও পড়ুন:Germany Car Crash: থিকথিকে ভিড়ের মধ্যে বেপরোয়া গাড়ি! নির্বিচারে পিষল, নিহত শিশু-সহ ২…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version