মনোরঞ্জন মিশ্র: এবার দিল্লির রাজপথ কাঁপাবে পুরুলিয়ার লোকশিল্পের সঙ্গে জড়িত নাটুয়া নৃত্য। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে অনুষ্ঠানে সামিল হওয়ার ডাক পেল পুরুলিয়ার লোকশিল্পের সঙ্গে জড়িত নাটুয়া নৃত্য দল। জেলার ১০০ জন নাটুয়া শিল্পীরা সেই অনুষ্ঠানে যোগ দেবে। তারই প্রস্তুতি শুরু দিয়েছেন নাটুয়া শিল্পীরা। আগামী ২৬ ডিসেম্বর দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন তারা। প্রায় একমাস সেখানেই অনুশীলন করবেন শিল্পীরা। তারপর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে তাঁরা নাটুয়া নৃত্য অনুষ্ঠান প্রদর্শন করবেন।

আরও পড়ুন: JK TerroristArrested: বহুদিন ঘাপটি মেরে ছিল আত্মীয়ের বাড়িতে, ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি

সাবেক মানভূমের এই বিশেষ নৃত্য ৬০০-৭০০ বছর ধরে নিজ ঐতিহ্য বহন করে চলেছে। নাটুয়া নাচ হল পৌরুষ দীপ্ত একটি বিশেষ নৃত্য। সুগঠিত ও বলিষ্ঠ দেহের পুরুষেরা এই নাচের সঙ্গে যুক্ত থাকে। নাটুয়া নৃত্যের মূল লক্ষ্য দৈহিক শক্তির প্রদর্শন করা। ঢাল ও তলোয়ার দিয়ে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা প্রদর্শন করাই এই নাচের মূল বৈশিষ্ট্য।

দিল্লীর সংগীত নাটক অ্যাকাডেমির পক্ষ থেকে আসন্ন প্রজাতন্ত্র দিবসের মহৎ অনুষ্ঠানে সামিল হওয়ার ডাক পেয়েছে পুরুলিয়ার বলরামপুরের বীরেন কালিন্দির নাটুয়া নৃত্যের দল। ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো জন দক্ষ নাটুয়া শিল্পীদের সংগ্রহ করে বলরামপুরের মাঠে নাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শিল্পীরা ।

আরও পড়ুন: Tiger in Purulia: ঝাড়গ্রামের পরে এবার আতঙ্কের পুরুলিয়া! বাঘ ঘুরে বেড়াচ্ছে বান্দোয়ানের জঙ্গলে, যে কোনও মুহূর্তেই…

দিল্লির রাজপথে রাজকীয় পদ্ধতিতে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে সামিল থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের মান্যগণ্য ব্যক্তিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিদেশ থেকে আগত অতিথি, জনপ্রতিনিধিরাও । সেনাবাহিনীর কুচকাওয়াজ, বায়ুসেনার আকাশ পথে মহড়া দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির বিবিধের মাঝে মহান মিলনের রং ফুটিয়ে তোলার জন্য সামিল করানো হয়ে থাকে বিভিন্ন রাজ্যের সংস্কৃতিক ও লোকসংস্কৃতিক নৃত্য সংগীত অনুষ্ঠান। এবার প্রজাতন্ত্র দিবসে সেই নৃত্য সংগীত অনুষ্ঠানের মধ্যে সামিল হতে চলেছে পুরুলিয়ার লোকসংস্কৃতির আঙ্গিক নাটুয়া নৃত্য। দেশের মাঝে শুধু পুরুলিয়া নয় পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পুরুলিয়ার লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রস্তুত নাটুয়া শিল্পীর।

২০১৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হওয়ার ডাক পেয়েছিল পুরুলিয়া ছৌ শিল্পীরা। সেই অনুষ্ঠানে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল ছৌ নৃত্য। সেই গল্পের কি পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৫ এর প্রজাতন্ত্র দিবসে? তারই অপেক্ষায় পুরুলিয়াবাসী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version