জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শেষে ভালো খবর এল না প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হইকোর্ট। একইসঙ্গে জামিনের আবেদন খারিজ হয়ে গেল কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহারও।

আরও পড়ুন-গে দম্পতির বীভৎস পায়ুকামের শিকার দুই ‘সন্তান’! ১০০ বছরের জেল অপরাধীদের..

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার হাইকোর্টে সিবিআইয়ের মামলায় জামিন মিলল না। হাইকোর্টের বক্তব্য বারবার ধরে তারা মুখ্যসচিবের কাছ থেকে চার্জ ঘটনার অনুমতি চাইছে সিবিআই। কিন্তু সেই  অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে কি মামলাকারীদের সঙ্গে রাজ্য সরকারের একটা নেক্সাস তৈরি হয়েছে?

উল্লেখ্য়, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের কথামামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ৯ জন। গত ২০ নভেম্বর ওই ৯ জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়। তবে বেঞ্চের অপর বিচারপতি অপূর্ব সিংহ রায় জামিন দেন ৪ জনকে। তবে বাকী ৫ জনের জামিন নিয়ে অচলবস্থা থেকেই য়ায়।

নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু পার্থ চট্টোপাধ্য়ায় এখনও জেলে। গারদের পিছনে দিন কাটছে শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহার মতো শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের। হাইকোর্টে জামিনে আবেদন করেছেন তাঁরা। গত মঙ্গলবার সেই মামলার শুনানি শেষ হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। রায়দান স্থগিত ছিল।

এদিকে স্রেফ সিবিআই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডিও। সম্প্রতি সেই মামলায় অবশ্য় জামিন পেয়ে গিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ, ১ ফ্রেরুয়ারির মধ্যে জামিন দিতে হবে অভিযুক্তকে। তবে তার আগেই জমা দিতে হবে চার্জশিট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version