জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া (Ranveer Allahbadia) মানে জনপ্রিয় বিয়ার বাইসেপস ফিরে এলেন মৃত্যুমুখ থেকে। প্রেমিকার সঙ্গে বেড়াতে গোয়ায় (Goa) গিয়েছিলেন। আর সেখানে গিয়েই একটুর জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার। ২৫ ডিসেম্বর ইনস্টাগ্রাম পোস্টে সেই অভিজ্ঞতার কথাই বর্ণনা করলেন রণবীর। তবে প্রেমিকার জন্য নয় প্রাণ বাঁচালেন এক আমলা দম্পতি।
আরও পড়ুন, Oscars 2025: অস্কারের দৌড়ে বাঙালি পরিচালকের ছবি ‘দ্য জেব্রাজ’, মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার…
ইউটিউবার জানান, সমুদ্রে সাঁতার কাটার প্রতি তাঁর সবসময়ই একটা আলাদা ভালোবাসা ছিল। এবং ছোটবেলা থেকে বহুবার সেটা করেছেন। ২৪ ডিসেম্বর, তিনি এবং তাঁর বান্ধবী গোয়ায় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জলের নীচে ভেসে যান। এমন বিপদের সময়ের তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক আইপিএস অফিসার এবং তাঁর আইআরএস স্ত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)