জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আইপিএল (IPL 2024) ট্রফি জেতানোর পরেই, গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতের কোচ করার নীলনকশা তৈরি করে ফেলেছিল বিসিসিআই (BCCI)। গম্ভীরের নেতৃত্বে শ্রীলঙ্কায় ভারত দারুণ শুরু করে। তাদের শুরুতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করে, তবে ওডিআই সিরিজ শ্রীলঙ্কা ২-০ জিতে নেয়। ২৭ বছরের প্রথমবার ভারতকে ওডিআই সিরিজ হারতে হয়েছিল। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জেতে। এরপর তিন  ম্যাচের টি-২০ সিরিজেও পদ্মাপারের দেশকে ভারত চুনকাম করে। 

এরপরেই শুরু ঐতিহাসিক লজ্জা! ভারতের ঘরে ঢুকে নিউ জিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে। এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকামও হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এখানেই শেষ নয়, ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। তবে ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া। 

আরও পড়ুন: গম্ভীর থাকবেন কতক্ষণ, কোচ যাবেন ‘বিসর্জন’! হটসিটে বসার দৌড়ে ৩ ভারতীয় নক্ষত্র…

নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার জোড়া ধাক্কার পর আর নিজেকে ঠিক রাখতে পারলেন না সুনীল গাভাসকর। তিনি চরম কটাক্ষ করলেন গৌতিকে। সাফ বলে দিলেন বেহাল ভারতীয় দলের হাল ফেরানোর একটাই রাস্তা। খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। সিডনি টেস্টের শেষে সম্প্রচারকারী চ্যানেলে সানি ঘরোয়া ক্রিকেটের প্রসঙ্গে বলেন, ‘২৩ জানুয়ারি থেকে পরের রাউন্ডের রঞ্জি শুরু। দেখব, এই দলের ক’জন খেলছে! না খেলার কোনও অজুহাত দেওয়া যাবে না। যদি তারা রঞ্জি না খেলে তাহলে গৌতম গম্ভীরকে তাদের বিরুদ্ধে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। গম্ভীরের বলা উচিত, তোমাদের সেই দায়বদ্ধতা নেই, আমাদের দায়বদ্ধতা দরকার। তুমি যদি ঘরোয়া ক্রিকেট না খেলো, তাহলে তুমি যা খুশি করতে পারো। কিন্তু ভারতীয় টেস্ট দলে আর ফিরতে পারবেন না। 

আরও পড়ুন: একজন ভারতীয় বলেই…’ যাঁর নামে ট্রফি তিনিই শেষে ব্রাত্য! ক্ষোভে ফুঁসছেন গাভাসকর

সানি ভারতের ভরাডুবি দেখেই আরও বেশি করে ঘরোয়া ক্রিকেটে জোর দিয়েছেন। তাঁর সংযোজন, ‘আমি এই সিরিজে কৌশলগত ঘাটতি দেখলাম। একই ভুল হয়েই চলেছে, আমি শুধু এই সিরিজের কথাই বলছি না, নিউ জিল্যান্ড সিরিজের কথাও বলছি, তোমরা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতে কী করছিলে? পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে শুরু হচ্ছে জুন মাসে। আমরা এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারিনি। এর জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তবে আমাদের সেগুলি নিতেই হবে। আমি এই কারণেই ঘরোয়া ক্রিকেটের কথা বলছি!’ 

আরও পড়ুন: ‘গৌতম গম্ভীরকে অবিলম্বে বরখাস্ত…’ আর রেয়াত করা হল না! শুনিয়ে দেওয়া হল নিদান

যশস্বী জয়সওয়াল ও নীতীশ কুমার রেড্ডিদের মতো তরুণদের কথা ভেবে গাভাসকর বলেন, ‘তরুণ ক্রিকেটাররা ভারতের এবং নিজের নাম প্রতিষ্ঠিত করার জন্য ক্ষুধার্ত। আমাদের এমন খেলোয়াড়ই দরকার যারা, তাদের উইকেট নিজের জীবনের মতো রক্ষা করবে। ঠিক এই কারণে আমি ২৩ জানুয়ারি নিয়ে আগ্রহী, দেখতে চাই কারা রঞ্জি ট্রফি খেলছে। জানি সেই সময়ে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ চলবে। কিন্তু যারা টি-টোয়েন্টি খেলবে না, দেখব তারা আদৌ রঞ্জি খেলছে কিনা।’ ভারতীয় ক্রিকেটাররা যদি জাতীয় দলের হয়ে সার্ভিস দেওয়ায় ব্য়স্ত না থাকেন, তাহলে তাঁদের কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলা একেবারে বাধ্য়তামূলক। বহু আগেই বোর্ড এই ফতোয়া দিয়েছে। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের ক্ষেত্রে তা লাগু হয় না। কারণ ঘরোয়া খেলতে গিয়ে যদি তাঁরা চোট-আঘাত পেয়ে যান, তাহলে জাতীয় দলের ক্ষতি হয়ে যাবে। তবে সানি ঘুরিয়ে বলেই দিলেন যে, এবার বিরাট-রোহিতদেরও ঘরোয়া খেলার সময় এসেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version