জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। সিনেমার পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেলের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে অজিত কুমারের। তিনি একজন পেশাদার রেসার। অংশগ্রহণ করেন আন্তর্জাতিক নানা প্রতিযোগিতাতেও। সেইরকমই এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েই বিপত্তির মুখে পড়েন অভিনেতা। 

আরও পড়ুন- Rubel-Sweta Wedding: জানুয়ারিতেই বিয়ে, আমন্ত্রণপত্রে শ্বেতার সিঁথিতে সিঁদুর রুবেলের! ভাইরাল কার্ড…

কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে ‘দুবাই ২৪ আওয়ার রেস’। ‘দুবাই ২৪ আওয়ার রেস’ প্রতিযোগিতার নিয়ম হলো— ২৪ ঘণ্টার রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। তারই অনুশীলন চলছিল। মঙ্গলবার অনুশীলন করতে গিয়েই তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে; দুমড়েমুচড়ে গেছে তাঁর গাড়িটি। সেসময় তার তার গাড়ির গতি ছিল ১৮০ কিলোমিটার; তখনই দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা। অজিত কুমার যে গাড়িতে অনুশীলন করছিলেন সেটি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেতা অক্ষত রয়েছেন।

অজিত কুমারের মুখপাত্র সুরেশ চন্দ্র বলেন, “আগামী ১১ জানুয়ারি রেস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন অজিত। প্রথম সেশনে তার গাড়িটি বাউন্ডারিতে গিয়ে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বুধবার আবারও অনুশীলন শুরু করবেন অজিত।” সেই মতো আজ অনুশীলনও শুরু করেন তিনি। 

আরও পড়ুন- Udit Narayan: উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে বিধ্বংসী আগুন, মৃত ১, কেমন আছেন গায়ক?

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ শুরু করেন। নেপাল-ভূটান এবং ইউরোপের বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন এই অভিনেতা। ২০২৩ সালের ১১ জানুয়ারি মুক্তি পায় তাঁর ছবি ‘থুনিভা’। অজিতের পরবর্তী সিনেমা ‘বিদা মুইয়াচি’। দক্ষিণের জনপ্রিয় তারকাদের প্রথম সারির তালিকায় রয়েছে অজিত। তাঁর দুর্ঘটনার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version