জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের বাড়িতেই ছুরিকাহত বলিউড স্টার সইফ আলি খান। বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে সইফের এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। তখনই ওই ব্যক্তি সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তাতেই আহত হন সইফ। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর ছোটখোটো অস্ত্রোপচার চলছে বলে খবর।
আরও পড়ুন-রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া, শীতের শেষ ইনিংসে হু হু করে নামবে তাপমাত্রা
মুম্বই পুলিসের তরফে বলা হয়েছে, গত রাতে সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। তাকে বাধা দিতে যান সইফ আলি খান। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। তখনই সইফকে ধারল অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই ব্যক্তি।
সবিস্তারে আসছে……
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)