জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স যতই বাড়ুক, তিনি বলিউডের ডিভা ছিলেন, আছেন, থাকবেন, তিনি সুপারস্টার জিনাত আমান (Zeenat Aman)। অনেকদিনই বড়পর্দায় অনুপস্থিত তিনি। তবে ইনস্টাগ্রামে ডেবিউ করে চাঞ্চল্য ছড়িয়ে দেন তিনি। তাঁর রোজকার জীবন থেকে শুরু করে একের পর এক পুরনোদিনের ফিল্মি গসিপ তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে বড়সড় বিপদের মুখে অভিনেত্রী। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি।
আরও পড়ুন- Monali Thakur: কোচবিহারে মঞ্চে উঠে আচমকাই শ্বাসকষ্ট মোনালির, ভর্তি করা হয় হাসপাতালে…
সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বর্ষীয়ান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সেই দুর্ঘটনার কথা। তিনি লেখেন গত সোমবার প্রতিদিনের মতো ওষুধ খাচ্ছিলেন জিনাত। তখনই একটি ওষুধ তাঁর গলায় আটকে যায়। শ্বাসনালীতে ওষুধটি চলে যাওয়ায় দম বন্ধ হয়ে আসছিল অভিনেত্রীর। অবশেষে কোনওমতে সেই পরিস্থিতি থেকে তাঁকে উদ্ধার করেন তাঁর ছেলে। সেই সময় বাড়িতে একাই ছিলেন নায়িকা।
৭৩ বছরের অভিনেত্রী মঙ্গলবার একটি পোস্ট করে জানান ঠিক কী ঘটেছিল সেদিন? সোমবার সব কাজ সেরে বাড়ি ফিরেছিলেন জিনাত আমান। পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে ঘুমাতে যাওয়ার আগে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে যান। জিনাত লিখেছেন, ‘আমি ওষুধটা মুখে দিয়েই একটু জল খাই। সঙ্গে সঙ্গে মনে হয়, দম আটকে আসছে। গলায় আটকে গিয়েছিল ওষুধ। এমনভাবে ওষুধটা আটকে গিয়েছিল আমি গিলতেও পারছিলাম না, আবার উগরে দিতেও পারছিলাম না। কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। অনবরত জল পান করতে থাকি। গ্লাস খালি হয়ে যায়। কিন্তু ওষুধটা গলাতেই আটকে ছিল।’
অভিনেত্রী আরও লেখেন, ‘তখন বাড়িতে আমার সঙ্গে কেউ ছিল না। শুধু একটি কুকুর ও পাঁচটি বেড়াল ছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চিকিৎসকের ফোনও ব্যস্ত ছিল।’অবশেষে জিনাতের পুত্র জাহান এসে তাঁকে বাঁচান। জল খাওয়ার পর গলার মধ্যেই ওষুধটা গলে গিয়েছিল। তারপর কয়েক ঘণ্টা অনবরত জল পান করেন জিনাত আমান। খুবই ভয় পেয়ে গিয়েছিলেন জিনাত। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেন অভিনেত্রীর ছেলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)