জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইন ডেলিভারি বয় যে এমন কাণ্ড ঘটাবেন তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্বস্তিকা মুখোপাধ্যায়। ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কেটেছিলেন অভিনেত্রীর সহকারী। কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার তিনি। অভিযোগ, মাঝপথেই নাকি সেই টিকিট দুটি নিয়ে চম্পট দেয় ওই ডেলিভারি বয়। এদিকে ঘটনার প্রায় ১৩-১৩ পরেও চুপ স্যুইগি। এমনকী খোঁজ মেলেনি ডেলিভারি বয়েরও।
স্বস্তিকার দাবি মঙ্গলবার, সুইগি জিনি-র প্রতিনিধি ভারত-ইংল্যান্ড ম্যাচের দুটো টিকিট নিয়ে রীতিমতো বেপাত্তা! এই ঘটনায় চুপ স্যুইগি সংস্থাও। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ সোশাল মিডিয়ার দ্বারস্থ হয়ে সহকারীর সঙ্গে ঘটা দুর্ভাগ্যজনক ঘটনা নিজেই শেয়ার করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
আরও পড়ুন, Kapil Sharma | Rajpal Yadav: পাকিস্তান থেকে খুনের হুমকি মেইল কপিল শর্মাকে! রাজপাল-রেমোকেও…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)