তথাগত চক্রবর্তী: জয়নগরে ধানখেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মহিলা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই খুনের ঘটনায় সন্দেহভাজনের সিসিটিভি প্রকাশ্যে। সিসিটিভির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও এখনও পর্যন্ত মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। জয়নগরের বকুলতলা থানা এলাকার মায়াহাউরি গ্রামপঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানখেতের পাশে ইটের রাস্তার উপর পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। তারপর চারদিন কেটে গেলেও মৃত মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। চার দিন কাটলেও কোথা থেকে এসেছিলেন ওই মহিলা মহিলার সঙ্গে কে বা কারা ছিল। আজও তা অজানা পুলিসের কাছে। 

এলাকার একটি সিসি ক্যামেরার থেকে পাওয়া সন্দেহভাজন একটি বাইক ও সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে বকুলতলা থানার পুলিস। সূত্রের খবর ওই ব্যক্তি ও একটি বাইকে দুজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের এক দিক থ্যাতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। জখম জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান এলাকার লোকজন।

আরও পড়ুন:Partha Chatterjee: খাচ্ছেন না, অবস্থার আরও অবনতি! পার্থকে নিয়ে চিন্তায় মেডিক্যাল টিম…

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরনেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিস জানিয়েছে মৃতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে বচসা। আর তার জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিস। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

একটা মোবাইল ফোন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় সকালে। এরপর গৃহবধুর মৃত্যুর খবর যায় বাপের বাড়িতে। মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাদের বাড়ির মেয়েকে খুন করেছে তাঁর স্বামী । অভিযোগের ভিত্তিতে আটক স্বামী। মৃতার নাম অনিমা নস্কর (২১)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামে। ক্যানিং থানার পুলিস স্বামী অলক নস্করকে আটক করেছে। পাশাপাশি মৃতার দেহ ময়না তদন্তে পাঠায় পুলিস।  

আরও পড়ুন:Basirhat: পুলিসের ফেলে আসা বোমা! বল ভেবে খেলতে গিয়ে ভয়ংকর বিস্ফোরণ, গুরুতর আহত ২ কিশোর…

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version