জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma), শুধুই ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন নন, অনুরাগীদের কাছে তিনি ‘ভক্তের ভগবান’। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, দেশ হোক বা বিদেশ ‘হিটম্যান’-এর ডাই-হার্ড ফ্যানরা একটাবার তাঁকে চোখের সামনে দেখার বা স্পর্শ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। একাধিকবার এই ঘটনা দেখেছে বাইশ গজ। এবার একই ঘটনা দেখল জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিতের মুম্বইয়ের হয়ে রঞ্জি প্রত্যাবর্তনের  ম্যাচে…

আরও পড়ুন:  ‘ঠেলায় পড়ে’ ১৩ বছর পর রঞ্জি প্রত্যাবর্তন! বাঙ্গারকে বগলদাবা করে নেট শুরু বিরাটের…

গত শনিবার বান্দ্রা কুরলা কমপ্লেক্স গ্রাউন্ডে চলছিল মুম্বই বনাম জম্মু-কাশ্মীরের খেলা। রোহিত তখন বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন। আচমকাই এক 
অনুরাগী মাঠের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে আসেন রোহিতের কাছে। যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। কিন্তু ‘মুম্বইয়ের রাজা’ কিন্তু হতাশ করেননি। তিনি সেই ভক্তের কাঁধ চাপড়ে দেন। এরপর ওই ভক্তকে মাঠের বাইরে বার করে দেন নিরাপত্তারক্ষীরা।

কথায় বলে ‘ঠেলার নাম বাবাজি’! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ হাতে নেই। বিরাট কোহলির মতো রোহিত শর্মাও ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে। 

দুই মহারথীকেই অনেকে অবসরের পাঠানোর রায় দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই কার্যত লাইফ-লাইন দিলেন রো-কো জুটিকে! রঞ্জি ট্রফিতে খেলেই প্রমাণ করতে হবে নিজেদের। ১২ বছর পর দিল্লির হয়ে মাঠে নামছেন বিরাট, ওদিকে রোহিত ১০ বছর পর মুম্বইয়ের হয়ে খেললেন প্রথম শ্রেণির ক্রিকেট। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিতের রঞ্জি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হয়নি। দুই ইনিংস মিলিয়ে তিনি যথাক্রমে ৩ ও ২৮ রান করেছেন। এবার লাল বলে ঘরোয়া ক্রিকেটে বিরাটের নিজেকে প্রমাণ করার পালা। আগামী ৩০ জানুয়ারি বিরাট নামবেন রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে। দলে পাবেন জাতীয় দলের সতীর্থ ঋষভ পন্থকে। বিরাট রঞ্জিতে ফেরার অনুশীলন শুরু করে দিলেন।

আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! দেশের কপালে জয় ‘তিলক’ পরিয়ে বিশ্বরেকর্ড বছর বাইশের আগামীর তারকার

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version