অয়ন ঘোষাল: ২৫ বছরে উষ্ণতম জানুয়ারির রাত গতকাল। কলকাতায় কাল রাতের তাপমাত্রা ২২.৬। পরশু রাতের তাপমাত্রা ছিল ২১.১। রাতারাতি আরও ১.৫ ডিগ্রি পারদ উত্থান। ৩১ জানুয়ারির রাত বিগত ২৫ বছরের উষ্ণতম জানুয়ারির রাত। ২০০৯ সালের ২৬ জানুয়ারি ২১.৬ ডিগ্রি। ২০১৫ সালের ২৮ জানুয়ারি ২১.১ ডিগ্রি। ২০২৫ সালের ৩০ জানুয়ারি ২১.২ ডিগ্রি। ২০২৫ সালের ৩১ জানুয়ারি ২২.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে ৭ ডিগ্রি বেশি কাল রাতের তাপমাত্রা।
বিস্তারিত
কাল, পরশু সরস্বতী পুজোয় স্বাভাবিকের উপরে তাপমাত্রা। সকালে কুয়াশার প্রভাব। আংশিক বা কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে থাকবে পারদ।
কুয়াশা
ঘন কুয়াশার সতর্কতা। সরস্বতী পুজো পর্যন্ত ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দক্ষিণের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা। কাল রবিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের ওপরে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা। সোমবার রাতের পর ফের পারদ পতন। বুধবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের ঘরে নেমে আসার ইঙ্গিত।
শীত বিদায়
শীতের বিদায় পর্ব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিন তিনেকের জন্য পারদ পতনের পর স্থায়ী পারদ উত্থান। বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির ১১ থেকে ১৪ তারিখের মধ্যে বাংলা থেকে শীতের বিদায়।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: স্বাস্থ্যের সঙ্গে আপস করবেন না কর্কট, একগুঁয়েমি দূর করুন মীন…
সিস্টেম
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট। আজ ও তেসরা ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। পুবালী হাওয়ায় ঢুকছে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প।
কলকাতা
সম্পূর্ণ বা আংশিক মেঘলা আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিনের তাপমাত্রা বাড়বে। রাতের তাপমাত্রা কমবে আজ রাত থেকে।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাড়ে ৭ ডিগ্রি বেড়ে ২২.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৭৩ থেকে ৯৩ শতাংশ। যা অস্বস্তিকর আবহাওয়া সূচক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)