রক্তিমা দাস: ‘ওখানে কাজ করার মতো পরিস্থিতি ছিল না’। বানতলায় ম্যানহোলকাণ্ডে যে অবহেলা হয়েছে, তা মেনে নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জি ২৪ ঘণ্টাকে তিনি জানালেন, ‘আমি KMDA-কে তদন্ত করতে বলেছি। কারা ওখানে ছিল? যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে ছিলেন, তাদের কর্তব্য় কী ছিল? পুলিসও সমান্তরালভাবে তদন্ত করছে’।

আরও পড়ুন: Partha Chatterjee: ‘বাজে’ খাদ্যাভ্যাসের কারণেই ভুগছেন পার্থ! এখনও কাটেনি সংকট…

পুরমন্ত্রী বলেন, ‘খুব অবহেলা হয়েছে। এইটা যা, যেটা হয়েছে, আমি গিয়ে যা দেখলাম, তাতে ওখানে কাজ করার মতো পরিস্থিতি ছিল না। সত্য়ি কথা বলতে, যেভাবে রাস্তাঘাটে জল জমেছিল, একটা নরককুণ্ড। আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আমি KMDA-কে তদন্ত করতে বলেছি। কারা এখানে ছিল? যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে ছিলেন, তাদের কর্তব্য় কী ছিল? পুলিসও সমান্তরালভাবে তদন্ত করছে’।

ঘটনাটি ঠিক কী? আইন তো ছিলই। কলকাতা-সহ দেশের ৬  শহরে যখন ম্যানহোলে মানুষ নামিয়ে সাফাইয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট, তখন বানতলায় ম্যানহোল পরিষ্কার করতে দিয়ে প্রাণ গিয়েছে ৩ জনের। স্থানীয় সূত্রে খবর,  ঘড়িতে তখন ৯টা। গতকাল, রবিবার সকালে KMDA-র অধীনে ম্যানহোল সাফাইয়ের কাজ চলছিল বানতলা লেদার কমপ্লেক্সের ৬ নম্বর সেক্টরে। পাইপ পরিষ্কার করতে ম্যানহোলের ভিতরে নেমেছিলেন ৩  শ্রমিক। তখনই ঘটে দুর্ঘটনা। পাইপ ফেটে ভিতরে পড়ে যান তাঁরা। এরপর বর্জ্যমিশ্রিত তরলের স্রোতে যান সকলে। প্রায় চার ঘণ্টার পর উদ্ধার ৩ সাফাই কর্মীদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version